[ATTACH=CONFIG]15621[/ATTACH]
ব্যবসার অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে লাভের সম্ভাবনা এবং ঝুঁকি। বলা যেতে পারে এমন ব্যবসায় ক্ষেত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি যেখানে কোনো প্রকার ঝুঁকি ছাড়ায় অর্থ উপার্জন করা যায়। ফরেক্সও তার ব্যতিক্রম না। ফরেক্সেও লাভ-ক্ষতি দুটোই রয়েছে। বর্তমানে মোট ফরেক্স ট্রেডারদের মধ্যে কেবল মাত্র ৫-১০ শতাংশ ট্রেডার এই ধারাবাহিকভাবে ব্যবসায় সফলতার স্বাদ পায়। এতো বিশাল পরিমাণের অসফলতার পিছনে যদি কোনো কিছুকে দায়ী করা যায় তার মধ্যে অন্যতম হবে সঠিক উপায়ে ঝুঁকি নিয়ন্ত্রণ না করা।
ফরেক্স ট্রেডিং এর সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণ করাকে মূলত আমরা রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে চিনে থাকি। বর্তমানে রিস্ক ম্যানেজমেন্ট ফরেক্স ট্রেডিং এর সবচেয়ে বিতর্কিত বিষয়গুলির একটি। কারণ ট্রেডাররা একদিকে যেমন তার ক্ষতির পরিমাণ কমাতে চায়, অন্যদিকে সীমাহীন লাভ করার ইচ্ছাও পোষণ করে থাকে। কিন্তু দেখা যায়, লাভের প্রত্যাশা বেশি হওয়ার কারণে ট্রেডাররা ক্ষতির বিষয়টি পুরোপুরি উপেক্ষা করে। এজন্যই রিস্ক ম্যানেজমেন্ট এতো প্রয়োজনীয় একটি বিষয় হওয়া সত্ত্বেও, ট্রেডাররা অবহেলার চোখে দেখে।
ঝুঁকিঃ যেখনে মুনাফার সম্ভাবনা বেশি থাকে, সেখানে ঝুঁকিও পারতপক্ষে একটু বেশি থাকে। ফরেক্সে আপনি অনায়াসেই বিপুল পরিমাণের মুনাফা করতে পারবেন এবং এর জন্য আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে এমন কিছু ঝুঁকি থাকে যা কোন একক ব্যক্তিত্বের জন্য না, সবার জন্য বিদ্যমান। এধরণের ঝুঁকিকে বলা হয় পদ্ধতিগত ঝুঁকি। যেমনঃ মুদ্রাস্ফীতি, ক্রয়ক্ষমতা হ্রাস, সুদের হার ইত্যাদি। এইধরনের ঝুঁকি সব ট্রেডারদের জন্যই কার্যকর। এছাড়া আরো একধরণের ঝুঁকি আছে যা থেকে ট্রেডাররা চাইলেই রেহাই পেতে পারেন। এই ঝুঁকিকে বলা হয়ে থাকে অপদ্ধতিগত ঝুঁকি। যেমনঃ ব্যবসায় ঝুঁকি, তারল্য ঝুঁকি, আর্থিক ঝুঁকি, বাজার ঝুঁকি ইত্যাদি।
ঝুঁকি নিয়ন্ত্রনে সাধারণ কিছু ভুলঃ ফরেক্স ট্রেডিং এর মৌলিক নিয়মের একটি হলো আপনি যতটুকু পরিমাণের লোকসান সহ্য করার ক্ষমতা রাখেন ঠিক ততোটুকুই ঝুঁকি নেওয়া উচিত। কিন্তু অত্যন্ত হতাশার বিষয় এই নিয়মটি সচরাচর কেউ মানতে চায় না, বিশেষ করে নতুন ট্রেডাররা। ফরেক্স মার্কেট একটি অনিশ্চিত ক্ষেত্র যেখানে প্রতি মুহূর্তে আপনার ঝুঁকি বর্তমান, সেখানে ট্রেডাররা যদি তাদের সামর্থ্যের বাইরে ঝুঁকি নেই তাহলে নিজেকেই দুর্বল করে তোলা হবে। সুতরাং আমাদের জেনে নেওয়া উচিত আমাদের বিনিয়োগকৃত মূলধন অনুযায়ী আমরা কি পরিমাণের ঝুঁকি গ্রহণ করতে পারবো এবং ঠিক সেই পরিমাণের ঝুঁকি নেওয়া।
ঝুঁকি এবং মানসিক ব্যবস্থাপনাঃ প্রত্যেকটি ফরেক্স টেডারেরই মানসিক আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা থাকা উচিত। ফরেক্সে যদি আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই সম্ভাবনাময় ক্ষেত্র থেকে লাভ করার আশা কমে যাবে। কারণ মানসিক আবেগ আপনাকে খুব সহগেই আবেগপ্রবণ স্বীদ্ধান্ত নিতে বাধ্য করবে। এটি ট্রেডিং এর খুব সাধারণ ঝুঁকির মধ্যে একটি। ফরেক্সে আবেগপ্রবণ হয়ে আনেকেই সম্ভাব্য ঝুঁকি জানা সত্ত্বেও তাদের ট্রেড বন্ধ না করে ধরে রাখে। ফলে দেখা যায় যেখানে অল্প ক্ষতি বহন করে ট্রেড বন্ধ করা উচিত, সেখানে শুধুমাত্র আবেগের জন্য অনেক বড় পরিমাণের ক্ষতির স্বীকার হচ্ছেন ট্রেডাররা।
ফরেক্স রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমকে কিভাবে উন্নত করা যায়ঃ আমরা চাইলেই আমাদের ঝুঁকি কমিয়ে আনতে পারি। ফরেক্সে আমাদের ভুলত্রুটি থেকে দূরে থাকার এবং ক্ষতি এড়ানোর জন্য বেশ কিছু ট্রেডিং পদ্ধতি রয়েছে। আমাদের একটি উন্নতমানের ট্রেডিং প্ল্যান তৈরি করা উচিত যেখানে আমাদের সম্ভাব্য সকল ঝুঁকির বিবরণ অন্তর্ভুক্ত থাকবে। ট্রেডিং প্ল্যানটি অবশ্যই ব্যবহারিক এবং আপনি যাতে খুব সহজে এর পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন এমন হওয়া উচিত।
ঝুঁকি কমানোর কি কোন উপায় রয়েছে?
রিস্ক ম্যানেজমেন্ট ফরেক্সের একটি বিশাল অংশ যা একজন ট্রেডারের উচিত পুরোপুরি অনুসরণ করা। তবে এর মধ্যে কিছু জটিলতা আছে, তাই প্রাথমিকভাবে ঝুঁকি নিয়ন্ত্রণের কিছু সহজ উপায় রয়েছে। আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো।
নিন্ম হারে লেভারেজ গ্রহণঃ ফরেক্স ট্রেডিং এর অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানগুলির একটি হচ্ছে লেভারেজ। লেভারেজ আমাদের আসল মূলধন ক্ষমতার উপরে ট্রেড করতে সহায়তা করে। লেভারেজ এর হার যতো বেশি হবে, আমরা ততই বড় লটে ট্রেড করতে সক্ষম হবো। এজন্য সব ট্রেডারই চায় ব্রোকার থেকে উচ্চহারে লেভারেজ গ্রহণ করতে। তবে উচ্চহারে লেভারেজের বেপারে একটি বিষয় আমাদের মনে রাখা উচিত। লেভারেজ যেভাবে আমাদের বেশি লটে ট্রেড করার সুযোগ করে অধিক লাভের সম্ভাবনা সৃষ্টি করছে, ঠিক তেমনি আমাদের লোকসানের ঝুঁকিটাও বাড়িয়ে দিচ্ছে। এজন্য অধিক ঝুঁকি এড়ানোর জন্য, আমাদের উচিত ব্রোকার থেকে নিন্ম হারে লেভারেজ গ্রহণ করা। তবে যখন একজন ট্রেডার তার মনোভাব একজন দক্ষ ট্রেডারের দরুন করতে সক্ষম হবে তখন সে উচ্চ লাভের আশায় বেশি লেভারেজ ব্যাবহার করতে পারবে।
স্টপ লসঃ স্টপ লস ব্যবহার না করে ট্রেড করা মানে অনেকটা লাগামহীম ঘোড়া চালানোর মতো। স্টপ লস ছাড়া ট্রেড করার বিষয়টা অনেকটা এমন, আপনি খুব দ্রুত আপনার গন্তব্যের দিকে আগাচ্ছেন কিন্তু মাঝখানে ছিটকে পড়ার সম্ভাবনা প্রচুর। স্টপ লস হচ্ছে আপনার ট্রেডের ঝুঁকি কমানোর সবচেয়ে কার্যকরী উপায়। এর মাধ্যমে আপনি আপনার প্রত্যেকটি ট্রেড করতে পারেন সুরক্ষিত। মার্কেট যদি আপনার অনুমানের বিপরীতেও যায় আপনার আর্থিক ক্ষতি সীমাবদ্ধ থাকবে এর মাধ্যমে। স্টপ লস ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি ট্রেড নেওয়ার পর স্টপ লস মার্জিন নির্ধারণ করে দিয়ে মার্কেট থেকে বের হতে যেতে পারেন। এটি অটোমেটিক নিয়মে কাজ করে। এজন্য আপনি মার্কেটে লাইভ না থাকলেও এটি ঠিক মতো কাজ করে।
ডেমো একাউন্টের ব্যবহারঃ ফরেক্স ট্রেডিং এ আমাদের অজ্ঞতা এবং অভিজ্ঞতার অভাবে যেসব ভুলত্রুটি হয় তা আমাদের আর্থিক লোকসানের ঝুঁকি বাড়িয়ে দেয়। এটি এড়ানোর জন্য ডেমো একাউন্ট একটি কার্যোপযোগী মাধ্যম। এর মাধ্যমে আমরা বিনা ঝুঁকিতে ট্রেড অনুশীলন করতে পারি এবং আমাদের ভুলত্রুটিগুলোকে অনায়াসে সংশোধন করতে পারি। এর মাধ্যমে আমরা অর্জন করতে পারি ট্রেডিং অভিজ্ঞতা, যা আমাদের কম ঝুঁকিতে ট্রেড করতে ব্যাপকভাবে সহায়তা করতে পারে।
ব্যবসায়ের সফলতার অন্যতম মূল উপায়ই হচ্ছে আয় বাড়ানো এবং এর জন্য প্রয়োজন আমাদের যথাসম্ভব ঝুঁকিসমূহ এড়িয়ে ট্রেড করা। সেটা করা একমাত্র উপায় হচ্ছে সঠিক উপায়ে রিস্ক ম্যানেজমেন্টের পদক্ষেপসমূহ সম্পর্কে জানা এবং মেনে চলা।