কেউ প্রাইস একশন/ফান্ডামেন্টাল/টেকলিকালি বা এসবের সমন্বয় করে কৌশল সাজায়, আপনার যেটাতে আনন্দ লাগে আপনি সেটার চর্চা করুন।
কেউ কেউ অন্যের কাছ থেকে স্টেটেজি নিয়েও ট্রেড করে, গুগলে ও আপনি অনেক লাভজনক স্ট্রেটেজি পাবেন, তবে অনেক সময় একই সিস্টেমে ট্রেড নিয়ে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয় মাইন্ড ইট।
নিজের সাইকোলজি /মাইন্ড সেটের সাথে খাপ খায় এমন কৌশল গ্রহণ করুন।
একই সিস্টেমে এন্ট্রি নেয়ার চেষ্টা করুন, বারবার কৌশল বদলাবেন না।
সহজ ভাবে নেয়ার চেষ্টা করুন, ভুল হলে ভেঙে পড়বেন না, ভুল আপনার প্রধান শিক্ষক। অন্য যে কোন সেক্টরে ভুল শুধরানো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু ফরেক্সে আপনি পরবর্তী এন্ট্রি থেকে ভুল শুধরানোর সুযোগ পাবেন।
শুধু ডেমু নয় সেন্ট একাউন্টে প্রেকটিস করুন, এতে রিয়েলের সাইকোলজি তৈরি হবে।
প্রপিটে থাকলেও শেখার চেষ্টা অব্যাহত রাখুন, কারণ আপনার সিস্টেম আজ কাজে দিচ্ছে, কাল ব্যর্থও হতে পারে। শেখার কোন শেষ নেই। ফরেক্স একটা মহাসাগর।
সিনিয়র জুনিয়র সবাই কে সম্মান প্রদর্শন করুন, সবার কাছ থেকে শেখার কিছু না কিছু পাবেন, সেগুলো লুফে নিন।
খেয়াল রাখবেন অনেক জুনিয়র ট্রেডার ও ভালো ট্রেডিং সিস্টেমের /সাইকোলজির জন্য আপনার থেকে ভালো ট্রেড করতে পারে।সিনিয়রদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করুন। জুনিয়রদের ভুল দেখলে তাচ্ছিল্য না করে ধরিয়ে দিন, অন্যের ভুল ধরতে পারা ও নিজের জন্য শিক্ষা।

নিজের প্রতি আস্থাশীল হোন, আপনি পারবেন এটা বিশ্বাস করতে শিখুন, লেগে থাকুন। মনে রাখবেন যেটা শিখতে যত কঠিন তার ফল ততো মিষ্টি হয়।
নিজের সাইকোলজি ডেভেলপ করুন, নিজের মধ্যে ধৈর্য আনার চেষ্টা করুন, স্টিক্ট মানি ম্যানেজমেন্ট ফলো করুন, রিস্ক রিওয়ার্ড রেশিও বাড়ানোর চেষ্টা করুন।
লং টাইম ফ্রেম কে গুরুত্ব দিন, ট্রেন্ডের সাথে থাকুন।মার্কেট বাই মুডে থাকলে বাই খুঁজুন, সেল মুডে থাকলে সেল খুঁজুন, মনে রাখবেন রিভার্স এন্ট্রি নিতে গিয়েই বেশিরভাগ ট্রেডার এস এল খায়।
অল্প এস এল দেয়ার অভ্যাস করুন। একদম টাইট এস এল পরিহার করুন, তবে এস এল ছাড়া কভু এন্ট্রি নয়। টার্গেটঃলস রেশিও নুন্যতম ২ঃ১ অথবা ৩ঃ১ রাখার চেষ্টা করুন।
সাপোর্ট রেসিস্টেন্স, ট্রেন্ড, ক্যান্ডেল কে বেশি বেশি গুরুত্ব দিন।
যে কোন বিষয় জানতে গেলে খুটিনাটি সব জানার চেষ্টা করুন, খেয়াল রাখবেন অল্প বিদ্যা ভয়ংকর। আজ এটা কাল ওটা এমন করতে গেলে কিছুই ভালো করে শেখা হবেনা।