তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে অধিক মুনাফা করেছে অ্যালফাবেট। বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধি এবং বিশ্বব্যাপী অনলাইনে কেনাকাটা বৃদ্ধি এতে ভূমিকা রেখেছে। চাঙ্গা ক্লাউড ব্যবসার ওপর দাঁড়িয়ে মাইক্রোসফটেরও আয় বেড়েছে। এছাড়া তাদের সারফেস ল্যাপটপ ও গেমিং কনসোল বিক্রিও সার্বিক আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। অন্যদিকে একই প্রান্তিকে ৫৩ কোটি ৭০ লাখ ডলার নিট লোকসান করেছে টুইটার। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমস।

সার্চ ইঞ্জিন, ইউটিউবের ভিডিও সার্ভিস এবং ওয়েবজুড়ে পার্টনারশিপের মাধ্যমে অন্য যেকোনো কোম্পানির চেয়ে অধিক ইন্টারনেট বিজ্ঞাপন পেয়েছে গুগল। করোনার কারণে মানুষ অধিকাংশ সময় ঘরে অবস্থান করায় গত বছর থেকেই গুগলের বিভিন্ন সেবার চাহিদা বেড়েছে। ধীরে ধীরে অর্থনীতি চালু হলেও গুগলের সেবার চাহিদা স্থিতিশীল রয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিজ্ঞাপন থেকে গুগলের আয় ৪১ শতাংশ বেড়ে ৫ হাজার ৩১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের সার্বিক আয় হয়েছে ৬ হাজার ৫১০ কোটি ডলার। যদিও রেফিনিটিভ ডাটার বিশ্লেষকরা ৬ হাজার ৩৩০ কোটি ডলার আয়ের পূর্বাভাস দিয়েছিল। গত প্রান্তিকে অ্যালফাবেটের মুনাফা হয়েছে ১ হাজার ৮৯৩ কোটি ডলার। এ নিয়ে টানা তিন প্রান্তিকে রেকর্ড মুনাফা করল যুক্তরাষ্ট্রভিত্ িক প্রযুক্তি জায়ান্টটি।

গুগল ক্লাউড থেকে অ্যালফাবেটের আয় ৪৫ শতাংশ বেড়ে ৪৯৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। ক্লাউড সেবায় অবশ্য প্রতিদ্বন্দ্বী অ্যামাজন ও মাইক্রোসফটের চেয়ে পিছিয়ে আছে গুগল ক্লাউড। কভিড-১৯ মহামারীর কারণে গত বছর অফিস-আদালত ও স্কুল-কলেজ বন্ধ থাকায় অনলাইন অ্যাক্টিভিটি বেড়েছে। এতে গুগল ক্লাউড, অ্যামাজনের এডব্লিউএস এবং মাইক্রোসফটের এজারের ক্লাউড কনট্র্যাক্ট বেড়েছে।

অ্যালফাবেটের মোট ব্যয় ২৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১০ কোটি ডলারে দাঁড়িয়েছে। কোম্পানিটির কর্মী বাহিনী দেড় লাখ ছাড়িয়েছে।

বণিক বার্তা