Name: Screenshot_20211031_212300.jpg Views: 1 Size: 100.9 KB
দেশে অফিস চালু করছে গুগল। ইতোমধ্যে গুগল বাংলাদেশের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর রহমান নামে বাংলাদেশি এক তরুণ। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন প্রযুক্তি এই প্রতিষ্ঠানের নির্বাহী প্রধান সুন্দর পিচাই।
গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশি তরুণ তানভীর রহমান গুগল বাংলাদেশের পাশাপাশি গুগল যুক্তরাষ্ট্রেরও পরিচালক হিসেবে কাজ করবেন। একইসঙ্গে দেশে ও যুক্তরাষ্ট্রে অফিস করবেন তিনি।

গণমাধ্যমকে তানভীর রহমান জানান, গুগল বাংলাদেশের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। বাংলাদেশ অফিস ও যুক্তরাষ্ট্রে কাজের কথাও বলেন তানভীর। শিগগিরই আনুষ্ঠানিকভাবে গুগল থেকে জানানো হবে তার নিয়োগের বিষয়ে।
নিজের অভিব্যক্তি তুলে ধরে তানভীর জানান, নতুন চ্যালেঞ্জ গ্রহণের পাশাপাশি তাদের তিনি সম্মানিত করতে চান যারা বছরের পর বছর ধরে তাকে বিশ্বাস করেছে। মন থেকে সবাইকে ধন্যবাদও জানান তিনি।

আরও পড়ুন: ফেসবুকে চাকরি পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী
জাহিদ সবুরের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই পদ পেল তানভীর। যার জন্য তাকে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে।
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পরিচালক পদে প্রাতিষ্ঠানিকভাব কাজ শুরু করবে ৩২ বছর বয়সী বাংলাদেশি এই তরুণ।

তার জন্ম বরিশালের এক ব্যবসায়ী পরিবারে। পারিবারিক ব্যবসা তাকে টানেনি কখনও। প্রোগ্রামিং নিয়ে তার আগ্রহ আর নানা কর্মকাণ্ড দেখে বন্ধুরা তো ‘মাস্টারমাইন্ড’ নামে অভিহিত করতো তানভীরকে। পেশাগতভাবে দীর্ঘসময় সে কাজ করেছে কম্পিউটার সাইন্স ফিল্ডে। এখন নতুন অবস্থান থেকে দেশের আইটি খাতকে নতুন উচ্চতায় নেওয়ার স্বপ্ন দেখেন তিনি।
অবশ্য এর আগে কান্ট্রি কনসালট্যান্ট হিসেবে গুগলে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশি কাজী মনিরুল কবীর। তখন দেশে গুগলের অফিস চালু হবে এমন তথ্য শোনা গেলেও তা হয়নি। সিঙ্গাপুর গুগল অফিস থেকেই কার্যক্রম সারতেন তিনি। এছাড়া বাংলাদেশের কাজী আনওয়ারুস সালাম কিছুদিন গুগলে কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছিলেন।