[IMG]http://forex-bangla.com/customavatars/555461167.jpg[/IMG]
থাইল্যান্ডে বৈদ্যুতিক গাড়ি বিক্রি শুরু করেছে গ্রেট ওয়াল মোটরস। চীনা গাড়ি নির্মাতা সংস্থাটি জানিয়েছে, স্থানীয় প্রতিযোগীদের চেয়ে কম মূল্যের গাড়িগুলোর জন্য প্রথম বিদেশী বাজারে প্রবেশ করেছে গ্রেট ওয়াল। সেখানে গ্রেট ওয়ালের সর্বনিম্ন দামের বৈদ্যুতিক মডেল ‘ওরা গুড ক্যাট’ বিক্রি করা হবে। গাড়িটির দাম শুরু হয় ২৯ হাজার ৮০০ ডলার থেকে। গুড ক্যাট নিশান লিফ মডেলের চেয়েও ৩০ শতাংশ কম ব্যয়বহুল। গুড ক্যাট মডেলটি এক চার্জে ৪০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং ফাস্ট চার্জার ব্যবহারে ৪৬ মিনিটে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ ওঠে ব্যাটারির। প্রাথমিকভাবে চীন থেকে গাড়িটি আমদানি এবং ২০২৩ সালে স্থানীয়ভাবে উৎপাদন শুরুর লক্ষ্য নিয়েছে গ্রেট ওয়াল। থাইল্যান্ডের বাজারে প্রবেশের আগে গ্রেট ওয়াল গত বছর দেশটিতে জেনারেল মোটরসের একটি সংযোজন কারখানা অধিগ্রহণ করেছিল। গ্রেট ওয়াল মোটরসের ওয়েবসাইট