কভিডের বিপর্যয় কাটিয়ে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বেশ বড় ধরনের আয় করেছে রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার। এজন্য চালক ও যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে কোম্পানিটি। খবর এপি।

সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় গত বছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ বেড়েছে। তৃতীয় প্রান্তিকে উবারের রাজস্ব আয়ের পরিমাণ দাঁড়ায় ৪৮৫ কোটি ডলার। এ সময়ে কোম্পানিটির গড় বুকিংয়ের পরিমাণ ৫৭ শতাংশ বেড়ে ২ হাজার ৩১০ কোটি ডলারে দাঁড়ায়। উবার জানায়, হ্যালোইনকে কেন্দ্র করে রাইড-শেয়ার বুকিং উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে, যা ২০১৯ সালের একই সময়ে গড় বুকিংয়ের পরিমাণকে ছাড়িয়ে যায়।



উবার জানায়, তৃতীয় প্রান্তিকে সুদ, কর, অবচয় এবং পরিশোধ (ইবিআইটিডিএ)-পূর্ববর্তী সামঞ্জস্যপূর্ণ আয়ের পরিমাণ মোট ৮০ লাখ ডলার। উবার টেকনোলজিস আশা করছে, চতুর্থ বা শেষ প্রান্তিকের জন্য প্রতিষ্ঠানটির গড় বুকিংয়ের পরিমাণ ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ কোটি ডলার দাঁড়াবে। এ সময়ে ইবিআইটিডিএ-পূর্ববর্তী আয়ের পরিমাণ দাঁড়াবে ২ কোটি ৫০ লাখ ডলার থেকে ৭ কোটি ৫০ লাখ ডলার।

বণিক বার্তা