দুটি ফোল্ডেবল ফোনের হাত ধরে তৃতীয় প্রান্তিকে স্যামসাং সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি করেছে ছবি: স্যামসাং
ইউরোপের স্মার্টফোন বাজার করোনার অভিঘাত থেকে ঘুরে দাঁড়ালেও চিপস্বল্পতা এখন প্রভাব ফেলছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউরোপে স্মার্টফোন বিক্রি গত বছরের একই প্রান্তিকের চেয়ে কমেছে ১ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তা কমেছে ৪ শতাংশ। অন্যদিকে একই প্রান্তিকে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজার সম্প্রসারিত হয়েছে মাত্র ১ শতাংশ। উপকরণস্বল্পতায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সাশ্রয়ী ফোনগুলো।

কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বিক্রি হয়েছে ৩৪ কোটি ২০ লাখ ইউনিট। দ্বিতীয় প্রান্তিকের চেয়ে ৬ শতাংশ বাড়লেও আগের বছরের চেয়ে কমেছে ৬ শতাংশ। তৃতীয় প্রান্তিকে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রি হয়েছে ৬ কোটি ৯০ লাখ ইউনিট, যা আগের প্রান্তিকের চেয়ে বেড়েছে ২০ শতাংশ। অ্যাপলের স্মার্টফোন বিক্রি আগের বছরের চেয়ে ১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৮০ লাখ ইউনিট। তৃতীয় স্থানে থাকা শাওমির স্মার্টফোন বিক্রি ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৪ লাখ ইউনিট।


বণিক বার্তা