বিশ্বে প্রতিদিন যে পরিমাণ কার্বন নিঃসরণ ঘটে তার একটা বড় অংশ আসে যানবাহনগুলো থেকে। এগুলোর নিঃসরণ কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এমন বাস্তবতায় বিশ্বের অন্যতম ছয়টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নতুন প্রতিশ্রুতি দিয়েছে। বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে ২০৪০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানিভিত্তিক গাড়ি তৈরি বন্ধ করবে প্রতিষ্ঠানগুলো। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে পরিবহন খাতের জন্য নির্ধারিত দিনে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার।

সুইডেনের ভলভো, যুক্তরাষ্ট্রের ফোর্ড মোটরস ও জেনারেল মোটরস, মার্সিডিজ বেঞ্জ, চীনের বিওয়াইডি এবং ভারতের টাটা মোটরসের মালিকানাধীন জাগুয়ার ল্যান্ড রোভার গ্লাসগোয় চলমান জলবায়ু সম্মেলনে এ বিষয়ে চুক্তি করতে সম্মত হয়েছে। প্রতিষ্ঠানগুলোর এ উদ্যোগ বৈশ্বিক উষ্ণতা রোধে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তবে এ প্রতিশ্রুতির সঙ্গে নেই বিশ্বের সবচেয়ে বড় দুটি প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন ও ফক্সওয়াগন এজি। সেইসঙ্গে বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি নির্মাতা স্টেলান্টিস, জাপানের হোন্ডা মোটর ও নিশান মোটর, জার্মানির বিএমডব্লিউ এবং কোরিয়ার হুন্দাই মোটর এ চুক্তিতে সম্মতি দেয়নি। ফলে শূন্য নির্গমনের ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াটা অনেকটাই চ্যালেঞ্জের হবে।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির একটি পরিসংখ্যানে বলা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে চলাচলকারী কার, ট্রাক, জাহাজ, বাস ও উড়োজাহাজগুলো বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য এক-চতুর্থাংশ দায়ী। এর মধ্যে সবচেয়ে বেশি দায় সড়কপথে চলাচলকারী বাহনের।

অবশ্য এ চুক্তি বা প্রতিশ্রুতির আগেই ২০৩০ সালের মধ্যে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেতে চায় ভলভো। ফলে প্রতিশ্রুতি পূরণে সংস্থাটিকে তেমন বেগ পেতে হবে না।

বণিক বার্তা