যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক গ্যাসের দাম কমেছে। সর্বশেষ কার্যদিবসে জ্বালানি পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২ শতাংশ হ্রাস পায়। এর আগে গত বৃহস্পতিবার গ্যাসের দাম ৫ শতাংশেরও বেশি বেড়েছিল। খবর বিজনেস রেকর্ডার।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, উত্তোলন ধারাবাহিকভাবে বাড়ায় দাম কমেছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুল য় চলতি মাসের মাঝামাঝি মজুদ বৃদ্ধির প্রত্যাশা রয়েছে। এসব বিষয়ও দরপতনে ভূমিকা রেখেছে।

কার্যদিবসের শুরুতে আগামী মাসে সরবরাহের জন্য চুক্তিকৃত গ্যাসের দাম ১০ দশমিক ৭ সেন্ট বা ২ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি এমএমবিটিইউ গ্যাস লেনদেন হয়েছে ৫ ডলার ৪২ সেন্টে। চলতি সপ্তাহে পণ্যটির দাম আগের সপ্তাহের তুলনায় ৯ শতাংশ কমেছে।

তথ্য বলছে, আগামী দুই সপ্তাহের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে যাওয়ার পূর্বাভাস মিলেছে। ফলে উষ্ণতা ও বিদ্যুতের চাহিদা প্রত্যাশার তুলনায় বাড়বে। সে হিসেবে দাম বাড়ার আশঙ্কা ছিল। কিন্তু ঘটেছে উল্টো ঘটনা।


জানা গেছে, অক্টোবরে গ্যাসের বৈশ্বিক দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে। ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট চলছে। পাশাপাশি এশিয়া অঞ্চলেও পণ্যটির চাহিদা আকাশচুম্বী। এসব কারণে পণ্যটির দাম লাগাম ছাড়া হয়ে ওঠে। তবে এবার যুক্তরাষ্ট্রের বাজারে দাম কমায় বিশ্ববাজারও স্থিতিশীল হতে পারে।

বণিক বার্তা