এশিয়ার প্রধান ব্যবহারকারী দেশগুলোয় চলতি সপ্তাহে কমেছে স্বর্ণের চাহিদা। মূল্যবান ধাতুটির দাম কয়েক মাসের সর্বোচ্চে ওঠায় চাহিদায় ভাটা পড়েছে। যদিও ভারতীয় ডিলাররা আসন্ন বিয়ের মৌসুমে আবারো চাহিদা বাড়ার প্রত্যাশা করছেন। খবর বিজনেস রেকর্ডার।

বেসরকারি একটি ব্যাংকের মুম্বাইভিত্তিক ডিলার জানান, জুয়েলার্সগুলো কিছু সময়ের জন্য বিরতি নিয়েছে। প্রতিষ্ঠানগুলো দাম পুনরায় স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছে।

তথ্য বলছে, বৃহস্পতিবার ভারতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ৪৯ হাজার ৫৯ রুপিতে স্থির হয়েছে। এর আগের সপ্তাহে ধাতুটির দাম ৪৯ হাজার ৬১০ রুপিতে উন্নীত হয়েছিল, যা ৩ জুনের পর সর্বোচ্চ।

চলতি সপ্তাহে ডিলাররা অভ্যন্তরীণ বাজারে নির্ধারিত দামে আউন্সপ্রতি ২ ডলার ৫ সেন্ট মূল্যছাড় দিচ্ছেন। ১০ দশমিক ৭৫ শতাংশ আমদানি ও ৩ শতাংশ বিক্রয় শুল্ক অন্তর্ভুক্ত করেই এ ছাড় দেয়া হচ্ছে। আগের সপ্তাহে ছাড়ের পরিমাণ ছিল ২ ডলার।


নয়াদিল্লিভিত্তিক এক ডিলার জানান, আসন্ন বিয়ের মৌসুম উপলক্ষে ক্রেতারা বর্তমানে স্বর্ণ কেনা বন্ধ রেখেছেন। প্রথাগতভাবেই ভারতীয় বিয়ের একটি অবিচ্ছেদ্য অনুষঙ্গ স্বর্ণ, যা দেশটিকে স্বর্ণের দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারীর তকমা এনে দিয়েছে।

বণিক বার্তা