কভিডজনিত বিধ্বস্ত অবস্থা থেকে আগেভাগে পুনরুদ্ধার হওয়া অন্যতম দেশ চীন। গত বছরের মাঝামাঝি থেকেই দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছিল। যদিও সেই গতি অব্যাহত থাকেনি। চলতি বছরের মাঝামাঝিতে কাঁচামালের উচ্চ ব্যয় ও বৈশ্বিক সরবরাহ চেইনে প্রতিবন্ধকতার মতো নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় দেশটি। এতে টানা কয়েক মাস শ্লথগতির পর সেপ্টেম্বরে শিল্প মুনাফায় প্রবৃদ্ধিতে কিছুটা গতি ফেরে। এরপর অক্টোবরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির শিল্প মুনাফায় শক্তিশালী প্রবৃদ্ধির দেখা দিয়েছে। গত মাসে এ প্রবৃদ্ধির গতি অর্থনীতিবিদদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। খবর রয়টার্স।

গতকাল চীনের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত মাসে চীনের শিল্প সংস্থাগুলোর মুনাফা দ্রুতগতিতে বেড়েছে। কাঁচামালের দাম বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতি আবারো শক্তিশালী পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। অক্টোবরে শিল্প খাতের মুনাফা ৮১ হাজার ৮৭০ কোটি ইউয়ানে (১২ হাজার ৮১০ কোটি ডলার) পৌঁছেছে। এ মুনাফার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৬ শতাংশ বেশি। সেপ্টেম্বরে ১৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির চেয়েও এটি অনেক বেশি।

জানুয়ারি-অক্টোবর সময়ে শিল্প সংস্থাগুলোর মুনাফা বার্ষিক ৪২ দশমিক ২ শতাংশ বেড়ে ৭ লাখ ২০০ কোটি ইউয়ানে পৌঁছেছে। এটি চলতি বছরের প্রথম নয় মাসে বার্ষিক ৪৪ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে কিছুটা ধীর।

শিল্প মুনাফার তথ্যে কেবল বৃহৎ প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত রয়েছে। প্রধান কার্যক্রম থেকে বার্ষিক আয় ২ কোটি ইউয়ানের চেয়ে বেশি থাকা প্রতিষ্ঠানগুলোর মুনাফা হিসাব করা হয়ে থাকে।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের একজন সিনিয়র পরিসংখ্যানবিদ জু হং বলেন, কাঁচামালের সরবরাহ নিশ্চিত এবং দাম স্থিতিশীল করতে সরকারি প্রচেষ্টা শিল্প খাতের প্রতিষ্ঠানগুলোর প্রতিবন্ধকতা কমিয়ে আনতে সহায়তা করেছে। এ পদক্ষেপগুলোই শিল্পোৎপাদন খাতের স্থিতিশীলতা আনয়ন এবং মুনাফার উন্নতিতে অবদান রেখেছে।

বণিক বার্তা