কভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে প্রচলিত টিকাগুলো ততটা কার্যকর হবে না, মডার্না সিইওর এমন ঘোষণার পর বেড়েছে স্বর্ণের দাম। গতকাল মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটে। এ সময়ে মার্কিন বাজারে স্বর্ণের ভবিষ্যৎ বাজারমূল্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ১ হাজার ৭৯২ ডলার ৯০ সেন্ট। স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়ায় ১ হাজার ৭৯০ ডলার ৯২ সেন্ট। খবর রয়টার্স।

যুক্তরাজ্যের সিএমসি মার্কেটসের প্রধান বাজার বিশ্লেষক মাইকেল হউসন বলেন, কভিডের নতুন এ ধরন শেষ পর্যন্ত বাজারে কতটা প্রভাব বিস্তার করবে তা বলা কঠিন। এখনো বাজারে প্রচলিত আশঙ্কাগুলোকে চাপিয়ে রাখার প্রবণতা চলছে। তিনি আরো বলেন, ইকুইটি মার্কেটে দর আরো কমে এলে উচ্চস্তরের পরিশোধিত স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ হাজার ৮০০ ডলারে ফিরে যেতে পারে।



অন্যদিকে বাজারে প্রচলিত অন্যান্য ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ২২ ডলার ৮৪ সেন্ট। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৯৪৯ ডলার ৫৫ সেন্ট। অন্যদিকে প্যালাডিয়ামের দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৫ ডলার ৯১ সেন্ট।

বণিক বার্তা