মহামারীপূর্ব মাত্রায় অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়াতে প্রস্তুত রাশিয়া। এমনটা জানিয়েছেন দেশটির নির্বাহী প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। এক্ষেত্রে জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর মিত্র জোট ওপেক প্লাসের মাসভিত্তিক উত্তোলন বাড়ানোর সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কোম্পানিগুলো। খবর অয়েলপ্রাইস ডটকম।

আলেকজান্ডার নোভাক বলেন, বর্তমানে আমি কোনো প্রতিবন্ধকতা দেখছি না। আমাদের সবগুলো কোম্পানিই মহামারীপূর্ব মাত্রায় উত্তোলন বাড়াতে প্রস্তুত। ওপেক প্লাস প্রতি মাসে দৈনিক চার লাখ ব্যারেল করে উত্তোলন বাড়ালে মহামারীপূর্ব উত্তোলন ধারায় ফিরে যেতে আগামী বছরের মে মাস পর্যন্ত সময় লাগবে।

বিশ্লেষকরা জানান, রাশিয়া ও সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক প্লাসের বেশ কয়েকটি সদস্য দেশ সাম্প্রতিক মাসগুলোয় তাদের উত্তোলন কোটা পূরণে ব্যর্থ হয়েছে। এ কারণে অর্জিত হয়নি ওপেক ও ওপেক প্লাসের উত্তোলন লক্ষ্যমাত্রা। এসব দেশের মধ্যে রয়েছে নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, গ্যাবন ও বিষুবীয় গিনি। তবে সৌদি আরব ও রাশিয়া সর্বাধিক জ্বালানি তেল উত্তোলনে সক্ষম হয়েছে।



এদিকে আগামী বছরের জানুয়ারি থেকে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়ানোর গুঞ্জন উঠলেও করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের কারণে সে সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন বিশ্লেষকরা। তারা মনে করছেন, ওমিক্রনের সংক্রমণ প্রবাহ বাড়লে আবারো কমবে জ্বালানি তেলের চাহিদা। বাজার নিয়ন্ত্রণে রাখতে জানুয়ারি থেকে উত্তোলন বাড়ানোর ধারাবাহিকতা থেকে সরে আসতে পারে ওপেক প্লাস।

বণিক বার্তা