পরীক্ষামূলক পর্যায়ে দেশে ‘চালু হলো’ ৫জি সেবা, যার ফলে ৯৬৯ এমবিপিএস ও ৪‚১০ এমএস গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে। পরীক্ষামূলক এ পর্যায়ে প্রাথমিকভাবে ছয়টি সাইটে ফাইভজি নেটওয়ার্ক স্থাপন করার কথা জানিয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন এলাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। ২০২২ সালের মধ্যে রাজধানীর প্রধান এলাকাসহ ঢাকায় দুইশ’ ফাইভজি বেজ স্টেশন তৈরি হবে। এই পর্যায়ের সিংহভাগেই হুয়াওয়ের অবকাঠামোগত সেবা ব্যবহার করার কথা যৌথ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টেলিটক ও হুয়াওয়ে বাংলাদেশ। প্রথম পর্যায়ে পূর্বনির্ধারিত নির্দিষ্ট সংখ্যক গ্রাহক ফাইভজি সেবা ব্যবহার করতে পারবেন। এরপর জেলা পর্যায়ে ফাইভজি সাইট নিশ্চিত করার পরিকল্পনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
[IMG]http://forex-bangla.com/customavatars/435057698.jpg[/IMG]