রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হচ্ছে। ফলাফল হিসেবে ২০২১ সালের শেষ নাগাদ দেশ দুটির মধ্যকার মোট বাণিজ্য ২১ শতাংশ বেড়ে দাঁড়াবে ৪০০ কোটি ডলারে। খবর দ্য ন্যাশনাল।

রাশিয়া সরকারের মন্ত্রী সের্গেই চেরিমিন বলেন, এ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন বেশ কয়েকটি প্রতিষ্ঠান মস্কোতে নিবন্ধন নিয়েছে। বিনিময়ে রাশিয়ার কোম্পানিগুলো সংযুক্ত আরব আমিরাতে শাখা খুলেছে। বর্তমানে এর সংখ্যা চার হাজারেরও বেশি। সব মিলিয়ে দুটি দেশের মধ্যে গভীর অর্থনৈতিক সম্পর্ক বিরাজ করছে।

এসব বাণিজ্য সম্পর্কের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে হাইড্রোজেন জ্বালানির প্রযুক্তি উদ্ভাবনে কাজ করা। এটি মূলত শিল্প খাতকে কার্বন ডাই-অক্সাইড মুক্ত করতে সহায়তা করবে।

মূলত যোগাযোগ অবকাঠামো, সম্পত্তি উন্নয়ন ও পরিষেবা খাতে মস্কোতে বিনিয়োগে আগ্রহী আরব আমিরাতের কোম্পানিগুলো। কারণ হিসেবে বলা হচ্ছে, মস্কোও মধ্যপ্রাচ্যের এ দেশের মতো টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বিশ্বাসী। দীর্ঘ দ্বিপক্ষীয় সম্পর্কে দুই দেশই বিনিয়োগের জন্য ক্ষেত্র প্রস্তুত করেছে। পাশাপাশি একে অন্যের দেশের বাজারে যেন প্রবেশ করতে পারে সে রকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। যেমন রাশিয়া বিদেশী বিনিয়োগকারীদের জন্য খরচ কমিয়েছে, বিধিমালায় প্রয়োজনীয় পরিবর্তন এনেছে, যার ফলাফল হিসেবে এখন দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরো দৃঢ় হয়েছে।

বণিক বার্তা