চলতি বছরে স্ক্যাম কলের পরিমাণ আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছে টি-মোবাইল। যুক্তরাষ্ট্রভিত্ িক টেলিকম জায়ান্টটি আরো জানায়, ২০২১ সালের ডিসেম্বর নাগাদ তারা ২ হাজার ১০০ কোটির বেশি স্ক্যাম কল ব্লক করেছে। নিজেদের স্ক্যাম শিল্ড সার্ভিসের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৭৯৯ ভুয়া বা স্ক্যাম কল ঠেকাচ্ছে টি-মোবাইল। খবর এনগ্যাজেট।

চলতি বছরের স্ক্যাম কলগুলোর বেশির ভাগই ভুয়া যানবাহন ওয়ারেন্টি-সংক্রান্ত। অন্যগুলোর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা খাতের কর্মীদের নকল, ওয়্যারলেস প্রোভাইডারদের নামে কল, গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানির নামে এবং বিভিন্ন প্যাকেজ ডেলিভারি কোম্পানির নামে স্ক্যাম কল।

অধিকাংশ স্ক্যামারের অবস্থান টেক্সাস, ফ্লোরিডা, অ্যারিজোনা ও জর্জিয়ায়। যেসব এলাকার বাসিন্দা অধিক স্ক্যাম কলের শিকার হয়েছে, তার মধ্যে রয়েছে ডালাস ফোর্ট ওয়ার্থ এরিয়া।

যুক্তরাষ্ট্রের আরেক শীর্ষ দুই টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজনও তাদের নেটওয়ার্কে আসা স্ক্যাম কলের ডাটা শেয়ার করেছে। এটিঅ্যান্ডটি বলছে, ২০১৬ থেকে এ পর্যন্ত তাদের অ্যাকটিভআর্মার সার্ভিস ১ হাজার ৬০০ কোটিরও বেশি স্ক্যাম কল ঠেকিয়ে দিয়েছে। অন্যদিকে ভেরাইজন জানায়, তাদের ভেরাইজন কল ফিল্টার সার্ভিসের মাধ্যমে ৭ কোটি ৮০ লাখ গ্রাহককে ১ হাজার ৩০০ কোটি অনাকাঙ্ক্ষিত কল থেকে বাঁচিয়েছে।

বণিক বার্তা