আরেকটি বড় মাইলফলক ছুঁয়েছে অ্যাপল। সম্প্রতি আইফোন নির্মাতার বাজারমূল্য ৩ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে এমন রেকর্ড স্পর্শ করেছে প্রযুক্তি জায়ান্টটি। সম্প্রতি সংস্থাটির শেয়ারদর ৩ শতাংশ বেড়ে ১৮২ ডলার ৮৮ সেন্টে উন্নীত হয়। এটি সংস্থাটির ইতিহাসেও সর্বকালের সর্বোচ্চ শেয়ারদর। যদিও পরে সংস্থাটির শেয়ারদর কিছুটা পতন হয়। কভিডজনিত কারণে প্রযুক্তি পণ্যের তুমুল চাহিদা অ্যাপলকে এ মাইলফলকে পৌঁছতে সহায়তা করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। খবর দ্য গার্ডিয়ান।

এর আগে ২০১৮ সালের আগস্টে বিশ্বের প্রথম ট্রিলিয়ন বা লাখ কোটি ডলারের কোম্পানি হিসেবে রেকর্ড গড়েছিল অ্যাপল। ২০২০ সালে প্রতিষ্ঠানটি ২ লাখ কোটি ডলারের মাইলফলকও পেরিয়ে যায়। এরপর নতুন বছরের শুরুতে ৩ লাখ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপলের বাজারমূল্য এখন বোয়িং, কোকা-কোলা, ডিজনি, এক্স-মবিল, নেটফ্লিক্স ও ওয়ালমার্টের সম্মলিত মূল্যের চেয়েও বেশি। গত বছরের শুরু থেকে সংস্থাটির শেয়ারদর ৩৮ শতাংশ বেড়েছে।

কভিডের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সত্ত্বেও অ্যাপল এমন রেকর্ড তৈরি করল। গত অক্টোবরে সংস্থাটি সর্বশেষ প্রান্তিকভিত্তিক মুনাফা প্রকাশ করেছিল। কভিডজনিত সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সত্ত্বেও তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ২ হাজার ৬০ কোটি ডলার মুনাফা পেয়েছে। তবে ৩ লাখ কোটি ডলারের ক্লাবে আরো প্রতিষ্ঠান যোগ দিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের আশা, বছরের শেষ দিকে মাইক্রোসফট এ মাইলফলক স্পর্শ করতে পারে। আবার সার্চ জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজনও এ দৌড়ে রয়েছে। বর্তমানে মাইক্রোসফটের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার। এছাড়া অ্যালফাবেট ও অ্যামাজনের বাজারমূল্য যথাক্রমে ১ লাখ ৯০ হাজার কোটি ডলার ও ১ লাখ ৭০ হাজার কোটি ডলার।

বণিক বার্তা