বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহার হয় কয়লা। চলতি বছর জ্বালানি পণ্যটির চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছার পূর্বাভাস দিয়েছিল ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। কিন্তু সম্প্রতি ইন্দোনেশিয়া কয়লা রফতানি বন্ধ ঘোষণা করায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ সংকট আরো প্রকট আকার ধারণ করতে পারে। ফলে নতুন করে অস্থিতিশীল হয়ে উঠতে পারে বাজার।

ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ তাপীয় কয়লা রফতানিকারক। অভ্যন্তরীণ বিদ্যুৎকেন্দ্রগু োয় কয়লা সরবরাহ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চলতি সপ্তাহে জানুয়ারির জন্য জ্বালানি পণ্যটির রফতানি বন্ধ ঘোষণা করে দেশটির সরকার। এতে বড় ধরনের ধাক্কা লাগে আন্তর্জাতিক জ্বালানি পণ্যের বাজারে।

ইন্দোনেশিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশটির মোট জ্বালানি চাহিদার ৬০ শতাংশই পূরণ করে কয়লা। চলতি বছরের শুরুতে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (পিএলএন) মাত্র ৩৫ হাজার টন কয়লা সরবরাহ করেছেন উত্তোলকরা। ৫ জানুয়ারি পর্যন্ত পিএলএন ১ কোটি ৩৯ লাখ টন কয়লা সরবরাহ নিশ্চিত করে। কিন্তু অন্তত ২০ দিন চলার জন্য দেশটিকে আরো ৬০ লাখ টন কয়লা সরবরাহ নিশ্চিত করতে হবে।

পিএলএনের প্রাক্কলন অনুযায়ী, চলতি বছর প্রতিষ্ঠানটির মোট ১১ কোটি ৯০ লাখ টন কয়লা প্রয়োজন হবে। রাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানবিষয়ক মন্ত্রণালয় জানায়, এটি পিএলএনকে সরবরাহ ব্যবস্থাপনা আরো উন্নত করার জন্য জোর দিচ্ছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি বাস্তবায়নেও কোম্পানিটিকে চাপ দেয়া হচ্ছে। ইন্দোনেশিয়া কোল মাইনারস অ্যাসোসিয়েশন জানায়, সংস্থাটির শীর্ষ ১০ সদস্য চলমান সংকট কাটাতে স্বল্পমেয়াদে পিএলএনের কাছে অতিরিক্ত কয়লা সরবরাহ করবে।


বণিক বার্তা