গত ৩ জানুয়ারী বিটকয়েনের ১৩ তম জন্মদিন হয়ে গেল। ২০০৯ সালের ৩ জানুয়ারি ৫০টি বিটকয়েনে নিয়ে এই ক্রিপ্টোকারেন্সি এর উৎপত্তি বা জেনেসিস ব্লক বাজারে আনেন শাতোসি নাকামোতো। তখন তার মূল্য ছিল শূন্য। সেদিন ১০০০ টাকা লগ্নি করলে গত বছর নভেম্বর মাসে ওই দাম বেড়ে দাঁড়ায় 68,790 ডলার। বিটকয়েন স্রষ্টা শাতোসি নাকামোতো, এই ছদ্মনাম ব্যবহার করে ২০০৮ সালের অক্টোবর মাসে প্রথম বিটকয়েন নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেন। তবে, বিটকয়েন তৈরি শুরু হয় ২০০৯ সালের ৩ জানুয়ারি থেকে। এর পর বিটকয়েনের হাত ধরেই বিশ্বে ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি উত্থান শুরু। সেই থেকে 3 জানুয়ারিকেই বিটকয়েনের জন্মদিন ধরা হয়।
গত ১৩ বছরে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিশ্বজুড়ে একদিকে যেমন প্রবল উন্মাদনা তৈরি হয়েছে, অন্যদিকে তীব্র সমালোচনা এবং উদ্বেগও তৈরি হয়েছে। প্রথম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন প্রায় প্রতিটি সেক্টরে এবং বিভিন্ন ব্যক্তিত্বের মধ্যে বিনিয়োগকারী গরে উঠেছে। এই ডিজিটাল কারেন্সী গ্রহণের সাথে সাথে বিশ্বব্যাপী বিপুল সংখ্যক লোকের সম্পদের পরিমান বৃদ্ধি পেয়েছে। তাই অতীত তুলনায় বর্তমানে অসংখ্য সেলিব্রিটি এবং সরকারি কর্মকর্তারাও বিটকয়েন ব্যবহারে পিছিয়ে নেই।
[IMG]http://forex-bangla.com/customavatars/1651637672.jpg[/IMG]