২০২১ সালে ডিলারদের কাছে গাড়ি বিক্রি বেড়েছে অ্যাস্টন মার্টিনের। সংস্থাটির গাড়ি বিক্রি বাড়ার হার ৮২ শতাংশ। যদিও পূর্বাভাসের তুলনায় মুনাফা পায়নি ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এর কারণ হিসেবে সীমিত সংস্করণের ভালকিরি স্পোর্টস কার সরবরাহে বিলম্বকে দায়ী করেছে সংস্থাটি।

অ্যাস্টন মার্টিন জানিয়েছে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ১০ ইউনিট ভালকিরি গাড়ি সরবরাহ করা হয়েছে। এ সংখ্যা আগের পরিকল্পনার চেয়ে কম।

কাল্পনিক এজেন্ট জেমস বন্ডের পছন্দের গাড়ি নির্মাতা জানিয়েছে, ২০২১ সালে ১ কোটি ৫০ লাখ পাউন্ড (২ কোটি ডলার) মুনাফার পূর্বাভাস দিয়েছে অ্যাস্টন মার্টিন। মুনাফার পরিমাণও আগের পূর্বাভাসের চেয়ে কম।

সামগ্রিকভাবে গত বছর সংস্থাটি ৬ হাজার ১৮২ ইউনিট গাড়ি বিক্রি করেছে। সংস্থাটির প্রথম স্পোর্ট ইউটিলিটি ভেহিকল ডিবিএক্সের চাহিদা বিক্রি বাড়াতে সহায়তা করেছে।

কভিড-১৯ মহামারীতে ধনীদের সম্পদে উল্লম্ফন দেখা দেয়। এ কারণে প্রিমিয়াম ও বিলাসবহুল গাড়ির চাহিদাও বেড়ে যায়। আরেকটি বিলাসবহুল গাড়ি নির্মাতা বেন্টলি বিশ্বজুড়ে বিক্রি ৩১ শতাংশ বাড়ার কথা জানিয়েছে।

বণিক বার্তা