জার্মানিতে মূল্যস্ফীতি অনিয়ন্ত্রিত হারে বেড়েছে। ২০২১ সালে বার্ষিক মূল্যস্ফীতি ১৯৯৩ সালের পর সর্বোচ্চে পৌঁছেছে। গত বছর জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা মূল্যস্ফীতিতে প্রভাব ফেলেছে। ফেডারেল স্ট্যাটিস্টিক্যা অফিসের তথ্যমতে, বিদায়ী বছরে বার্ষিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ১ শতাংশ। খবর রয়টার্স।


গত বছর ইউরোপের বৃহত্তম অর্থনীতির গড় মূল্যস্ফীতি দশমিক ৫ শতাংশ কম ছিল। তবে গত ডিসেম্বরে জার্মানিতে পণ্যের দাম ২০২০ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। জ্বালানির দাম বাড়ায় ও সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে দেশটির মূল্যস্ফীতির হারে ঊর্ধ্বগতি দেখা দেয়। অর্থনীতিবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে মূল্যস্ফীতির হার তুঙ্গে থাকবে। এরপর আবারো কমবে এ হার। ডিপিএ সংবাদমাধ্যমের বরাতে লিবনিজ ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চ বলেছে, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির কারণে ২০২২ সালের শুরুর দিকে প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি ভোক্তা পর্যন্ত পৌঁছবে না।

বণিক বার্তা