ফরেক্স মার্কেটে আমরা যখন আসি।তখন অনেক স্বপ্ন নিয়ে আসি।অনেক টাকা ইনকাম করবো চাকরি করতে হবেনা।অল্প দিনের মধ্যেই বড়লোক হবো ইত্যাদি ইত্যাদি।আমাদের স্বপ্ন সফল করার জন্য বড় ভাইয়ের আদেশে ডেমোপ্রাক্টিস করি।কিন্তু কিছুদিন যেতে না যেতেই অন্দাজে আমরা প্রফিট করতে থাকি।আর ভাবতে সুরু করি স্বপ্ন এভার দ্রুত সত্যি হবে।এই আশায় আমরা রিয়েল একাউন্ট্ করে ট্রেড করে লস করি।এরপর বুঝতে পারি ফরেক্স এতো সহজ না।