ফরেক্স মার্কেটে অনেক ট্রেডার আছে যারা অন্দজে একটি বা তারও বেশি ট্রেড লাভ করে নিজেকে অনেক বড় মাপের ট্রেডার মনে করে।এরপর তারা অনুপ্রাণিত হয়ে নিয়ম কানুনের তোয়াক্কা না করে ওভার ট্রেড বা বেশি লটের ট্রেড ওপেন করে একাউন্ট্ জিরো করে।এই রকম ঘটনা আমি নিজেই অনেক বার করেছি।আসলে যখন আমরা প্রফিটে থাকি।তখন একটু আমাদের বিরতি দেওয়া উচিত।ভালো সুযোক এর জন্য অপেক্ষা করা উচিত।