কভিড-১৯ পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে পড়েছে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা (সিইও)। এ সময়ে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা ও কর্মী ঘাটতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে তারা। তবে এসব বাধা সত্ত্বেও চলতি বছর অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে আশাবাদী বেশিরভাগ সিইও। এ আশাবাদ জানানোর হার ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

লন্ডনভিত্তিক প্রাইসওয়াটারহাউজ ুপারসের (পিডব্লিউসি) ২৫তম বার্ষিক বৈশ্বিক সিইও জরিপে এ তথ্য উঠে এসেছে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধার হবে বলে আশাবাদী তিন-চতুর্থাংশের বেশি সিইও। যেখানে মাত্র ১৫ শতাংশ সিইওর আশঙ্কা, পরিস্থিতি আরো খারাপ হবে। ২০২১ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ৮৯টি দেশ ও অঞ্চলের ৪ হাজার ৪৪৬ জন সিইওর ওপর এ জরিপ চালানো হয়।

২০২২ সাল নিয়ে বিশ্বের সিইওরা আগের বছরের তুলনায় ৭৬ শতাংশেরও বেশি আশাবাদী। সংখ্যাটা ২০২০ সালের তুলনায় ৫৪ শতাংশ বেশি। সে বছর অর্ধেকের বেশি (৫৩ শতাংশ) সিইও নিম্নগামী অর্থনীতির পূর্বাভাস দিয়েছিলেন।

বণিক বার্তা