আমরা শুধু ফরেক্স মার্কেটে বেসিক লেভেল এর থ্রেড করি।কারন ফরেক্স সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত।হয়তো বা যারা এডভান্স লেভেল সমন্ধে ভালো দক্ষতা আছে তাদের সৎ ইচ্ছা এর অভাবে তারা এডভান্স লেভেল নিয়ে থ্রেড করেনা।ভাই বারবার ঘুরে ঘুরে আমরা একই প্রশ্ন গুলো করি।এতে আমাদের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়।আমরা যদি নতুন কিছু শিখি আর সেটা শেয়ার করি তাহলে সবার কাজে লাগতো।আমরা ট্রেড সেটাফ দেই কি ভাবে সেগুলো যদি শেয়ার করতাম তাহলে সবাই উপকৃত হতাম।