সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হচ্ছে বিদ্যুচ্চালিত গাড়ি। জলবায়ু সুরক্ষায় জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি কিনতে নিরুৎসাহিত করায় ভোক্তারা এ গাড়িতে ঝুঁকছেন। এ অবস্থায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চীন। ২০২৫ সালের মধ্যে দেশটিতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দুই কোটি ইউনিট ছাড়িয়ে যাবে। এ চাহিদা পূরণে চার্জিং পরিষেবা বাড়ানো হবে। খবর সিজিটিএন।

ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনসহ (এনডিআরসি) সরকারি নয়টি প্রতিষ্ঠান প্রকাশিত নথির তথ্যানুযায়ী, বৈদ্যুতিক গাড়ির চার্জিং পরিষেবা বাড়ানোর অংশ হিসেবে দেশটির সরকার অত্যাধুনিক, দক্ষ, ভারসাম্যপূর্ণ অ্যাডভান্সড নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে দ্রুত কাজ করবে।

প্রকাশিত নথিতে আবাসিক এলাকায় চার্জিং পরিষেবা প্রদানে নির্মিতব্য অবকাঠামোর দ্রুত সম্প্রসারণ, শহর ও প্রত্যন্ত অঞ্চলে ব্যাটারি পরিবর্তন ও চার্জিং কার্যক্রমের উন্নয়ন, নতুন প্রযুক্তি বিকাশ ও প্রয়োগ এবং আরো এক্সপ্রেসওয়েকে চার্জিং পরিষেবায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। পাশাপাশি নতুন যেসব আবাসিক এলাকা রয়েছে, সেগুলোয় বিদ্যুচ্চালিত গাড়িতে চার্জ প্রদানে আলাদা স্থান বা রুম থাকার বাধ্যবাধকতা যুক্ত করা হচ্ছে।

নথিতে আরো বলা হয়, ২০২৫ সাল নাগাদ দেশের ৬০ শতাংশ বা তার চেয়ে কম এক্সপ্রেসওয়ে অঞ্চলে র*্যাপিড চার্জিং স্টেশন থাকবে। পাশাপাশি ৮০ শতাংশের কাছাকাছি ন্যাশনাল ইকোলজিক্যাল সিভিলাইজেশন পাইলট অঞ্চল এবং বায়ুদূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অঞ্চলেও এ পরিষেবা থাকবে। পরিষেবা বাড়ানোর পাশাপাশি চীন চার্জিং স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণ ও ইন্টারনেট পরিষেবাও শক্তিশালী করবে।

বণিক বার্তা