যুক্তরাষ্ট্রের দুটি কারখানায় বৈদ্যুতিক গাড়ির (ইভি) যন্ত্রাংশ উৎপাদন বাড়াচ্ছে টয়োটা। এক্ষেত্রে ওয়েস্ট ভার্জিনিয়া ও টেনিসি কারখানায় আরো ৯ কোটি ডলার বিনিয়োগ করবে জাপানের গাড়ি নির্মাতা জায়ান্টটি। খবর জাপান টুডে।

তিন মাস আগে ওয়েস্ট ভার্জিনিয়ার বাফেলো কারখানায় হাইব্রিড গাড়ি তৈরিতে ২৪ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল টয়োটা। এর মধ্যে ১ লাখ ২০ হাজার রিয়ার মোটর স্ট্যাটর তৈরিতে ব্যয় হবে ৭ কোটি ৩০ লাখ ডলার। ইলেকট্রিক মোটরের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এ রিয়ার মোটর স্ট্যাটর।

এক বছর আগে বাফেলো কারখানায় ২১ কোটি ডলার বিনিয়োগ করেছিল টয়োটা। এতে ১০০ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কারখানায় মোট শ্রমশক্তি দুই হাজার ছাড়িয়েছে।


টয়োটা সম্প্রতি জানায় টেনিসির জ্যাকসন কারখানায় হাইব্রিড ট্রানস্যাক্সল কেইস তৈরি ও কর্মীদের আবাসন নির্মাণে ১ কোটি ৭০ লাখ ডলার ব্যয় করবে। কারখানাটিতে বর্তমানে চার শতাধিক কর্মী কাজ করছেন।

বণিক বার্তা