একজন সফল ট্রেডার হওয়াকে আপনি যতটা কঠিন ভাবছেন, আসলে ততটা কঠিন না। এই জন্য আপনাকে বদলাতে হবে না, শুধু আপনার আপনার চিন্তা চেতনা ও দৃষ্টি ভঙ্গি বদলালেই হবে। আমি অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ আর্টিকেলটা পড়তে।
ধাপ ১ঃ আগামী সপ্তাহে ট্রেডিং বন্ধ রাখুন
আপনি যদি খুব তারাতারি সফল ট্রেডার হতে চান তাহলে আগামী একটা সপ্তাহ ট্রেড বন্ধ রাখুন। এবং মনে করার চেষ্টা করুন গত কয়েক দিনে ট্রেডিঙের সময় আপনাকে কি কি সমস্যা হয়েছিলো। আপনি যদি ট্রেডিঙের মধ্যে থাকেন তবে আপনি সহজে আপানর ভুলগুলি মনে করতে পারবেন না। আপানর স্বার্থেই আসলে বলা ট্রেডিং বন্ধ রাখা। আপনার প্রথম জ কাজগুলি করনীয় টা হলো যতগুলো ট্রেড ওপেন আছে সবগুলি ক্লোজ করে দিন এবং আগামী এক সপ্তাহ সম্পূর্ণ ট্রেডিং বন্ধ। এর মাঝে কোন ট্রেড ওপেন করবেন না। এই এক সপ্তাহ যে কাজ গুলি করার পরামর্শ দিব—
পর্যালোচনা এবং আপডেট / আপনার ট্রেডিং প্ল্যান
আপনি নিজে নিজে একটা ট্রেডিং প্ল্যান করুন। আগামী সপ্তাহে আপনি কি কি ট্রেড করবেন, কোন সময়টাতে করবেন, যে সমস্থ পেয়ার আপনি করতে চাচ্ছেন সেগুলোর বর্তমান অবস্থা কি? ওই সমস্থ দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন? এই সব কিছু জানার জন্য আপনি google.com এর শরণাপন্ন হতে পারে। এই সবগুলি আপনি একটি খাতায় নোট করে রাখুন ।
আপনার চিন্তা শক্তি কাজে লাগান–
আপনি আগে কি করতেন, সারাদিন কম্পিউটারের সামনে বসে বসে ১০-১৫ পিপ্স ধরতেন, দিনে অনেক বার ট্রেড করেছেন কিন্তু দিন শেষে লাভে লসে মিলে সেই লস। এই থিওরি বাদ দেন। বেশীর ভাগ সময় ব্যয় করুন এনালাইসিস করায় এবং ফান্ডামেন্টাল নিউজ পরে। তারপর মার্কেট দেখতে থাকুন।কখন সুযোগ আসে। একের পর এক ট্রেড করবেন না। ডিসকভারি চ্যানেলে দেখেছেন না? কুমির যেমন পানির চিনে মাথা লুকিয়া থাকে। যখনি কোন প্রানি নদির কিনারায় পানি খেতে আসে আর সাথে সাথে কুমির লাফিয়ে পরে তার উপর। আপনি ও ফরেক্সের কুমির হয়ে জান। অপেক্ষা করতে থাকুন দেখেন কখন সেই মোক্ষম সময়টা আসে। টেকনিক্যালি , ফান্ডামেন্টালি মোটামুটি নিশ্চিত ( ফরেক্সে ১০০% নিশ্চয়তা বলতে কোন শব্দ নেই বড়জোর ৭০-৮০% একিউরেট হতে পারে) হয়ে ট্রেড ওপেন করার চেস্টা করবেন। আর এই জন্য আপনাকে যথেষ্ট ধৈর্য ধরতে হবে এবং নিয়মের মধ্যে থাকতে হবে। আর আপনি যদি এটা মানতে পারেন , তাহলে ভেবে নেন আপনি সফলতার দ্বার প্রান্তে দারিয়ে আছেন।
অর্গানাইজ –আপনি কোথায় থেকে ট্রেড করতেছেন এটা মুক্ষ বিষয় না। আপনি যে কোন জায়গা থেকেই ট্রেড করতে পারেন। আপনি চেষ্টা করেন যতক্ষণ ট্রেড করবেন নিরিবিলি ও শান্ত পরিবেশে ট্রেড করতে। আপানর ব্যাবহারের পিসি সবসময় ক্লিন রাখুন। আগের যত ট্রেডিং ফরম্যাত ছিলো ঝেড়ে ফেলুন। নতুন করে শুরু করুন। প্রতিদিন আপনি আপানার স্টেটেজি গুলি পরে নিন। আপনি চাইলে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি প্রিন্ট করেও রাখতে পারেন। আপানর ডেস্কের সামনে ঝুলিয়েও রাখতে পারেন।
ক্লীন চার্ট –
আপনি আপাতত আপনার ট্রেডিং চার্টটা খালি করে ফেলুন । কোন ইনডিকেটর, টুলস ইত্যাদি ইত্যাদি কিছুই রাখবেন না আগে যা ছিলো। আপনি এখন আপনার স্টেটেজির উপর ভিত্তি করে প্রয়োজনীয় ইন্ডিকেটরগুলি সেট করে নেন। অপ্রয়োজনীয় কোন কিছু ট্রেডিং চার্টে রাখবেন না। ট্রেডিঙের শুরুতেই প্রথমে সেই দিনের সাপোর্ট, রেসিস্টেন্স দেখে নিন। পিভট পয়েন্ট টা দেখে নেন। আজকে কি কি নিউজ আছে দেখে নেন। হাই ইম্প্যাক্ট নিউজ গুলি আলাদা করে মনে রাখুন বা লিখে রাখুন। যদি ফান্ডামেন্টাল ভালো না বুঝেন তাহলেই নিউজ আওয়ারে ট্রেড করার দরকার নাই। অনলাইন থেকে আরো বিভিন্ন নিউজ কালেক্ট করে একটা ট্রেডিঙের আইডিয়া নিন। তাহলে এখন আপনার প্রয়োজন অনুযায়ী জিনিসগুলি হাতে পেয়ে গেছেন।
ধাপ ২ঃ সফল ট্রেডারের গতানুগতিক সংজ্ঞা মাথা থেকে ঝেড়ে ফেলুন
সফল ট্রেডার মানেই গাড়ী, বাড়ি, নারি, হাজার হাজার ডলার ইনকাম।এই চিন্তা মাথা ঝেড়ে ফেলুন।আপনি সঠিক ভাবে বুঝে শুনে একটা ট্রেডিং প্ল্যান তৈরি করুন।ধীরে সুস্থে ট্রেড ওপেন করবেন। না বুঝে কোন ট্রেড ওপেন করবেন না। ট্রেডিঙে তাড়াহুড়া করবেন।মনে রাখবেন তারাহুরার ফল ভালো হয় না।প্রথমে মার্কেটে আপনি টিকে থাকার চেষ্টা করুন।বুঝে শুনে টিকে থাকে মার্কেট আপনাকে সুযোগ দিবেই।প্রতি মাসেই যদি আপনি ধীরে সুস্থে বুঝে শুনে ট্রেড করেন দেখবেন আস্তে আস্তে ব্যালেন্স এমনিতেই বেড়ে গেছে।এতে করে আপনার আত্ম বিশ্বাস ও বেড়ে যাবে। ধীরে ধীরে আপনি ট্রেডিঙের মজাটাও অনুভব করতে থাকবেন। যত তারাতারি আপনি আপনার পুরনো ট্রেডিঙের বদভ্যাস গুলি ঝেড়ে ফেলতে পারবেন, আপনি তত দ্রুতই সফলতার মুখ দেখবেন।
ফরেক্স মার্কেটে আপনাকে প্রতিটি পিপ্সই ধরতে হবে না।ধৈর্য ধরলে সুযোগ আপনি পাবেনি।
ধাপ ৩ঃ জুয়া মনে করবেন না, সঠিক ভাবে ট্রেড করতে শিখুন
আপনি দুই ভাবেই ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন, একটা হল জুয়াড়িদের মত রেনডম ট্রেড করা, অন্নটা বুঝে শুনে ট্রেড করা।। বুঝে শুনে ট্রেড করতে পারলে সফলতা আসবেই।এবং আপনি এই নিয়ম মেনে চললে এক সময় আপনি মার্কেট খুব ভালো এনাল্যসিস করতে পারবেন। আপানর কাছে এক সময় মনে হবে মার্কেটই আপানর কথা মত চলতেছে। এই জন্য আপানকে ধৈর্য ধরতে হবে, জেনে, বুঝে ট্রেড করা শিখতে হবে। দুঃখের বিষয় এটাই যে, ফরেক্স মার্কেটে বেশীরভাগ লোক ঢুকে যাদের চিন্তায় থাকে রাতারাতি ধনী হওয়া। এবং তারাভ এই ফরেক্স কে একসময় জুয়াতে পরিনত করে ফেলে।সবচেয়ে মজার বিষয় কি জানেন? আপনি আপনার অজান্তেই ফরেক্সে গ্যাম্বলিং করে বসেন। একটা পেয়ার সম্পর্কে আপনার কোন ধারনা নেই। হুট হাট বাই সেল করে বসলেন, কিছু প্রফিট ও করলেন এটাও এক প্রকার জুয়া। প্রথম দুই একবার লাভ হলে আপনি ধীর ধীরে এতে অভ্যস্ত হয়ে যাবেন। ার এই অভ্যাস আপনার ট্রেডিং এ সফলতার পথে সবচেয়ে বড় বাধা বলতে পারেন। আপনি সমউ নেনে। ট্রেডিং বুঝেন, জানার চেষ্টা করেন। এখন হয়তো ভাবছেন অনলাইনেতো অনেকেই সিগন্যাল দেই, আমি তাদের ফলো করবো। আরে ভাই যারা সিগন্যাল দেই, তারা নিজেরাও সফল না। সফলতার মাপকাঠি স্টপ লস আর টেক প্রফিট দিয়ে হয় না।