কভিডজনিত মন্দা থেকে বেরিয়ে আসছে সিঙ্গাপুর। অর্থনৈতিক পুনরুদ্ধারকে ত্বরান্বিত করতে নানা উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। যদিও দেশটিতে সম্পদবৈষম্য ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে উদ্বেগ রয়েছে। আবার এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে দেশটিকে। এ অবস্থায় ধনীদের ওপর কর বাড়াতে যাচ্ছে নগররাষ্ট্রটি। আগামী বছরের শুরু থেকেই উচ্চ করের মুখোমুখি হবে দেশটির ধনকুবেররা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৩ সালে পণ্য ও পরিষেবায় কর (জিএসটি) বাড়াতে যাচ্ছে সিঙ্গাপুর। উচ্চ আয় করা গোষ্ঠীকে লক্ষ্য করে বেশ কয়েকটি কর বাড়ানো হচ্ছে। সম্প্রতি বাজেট বক্তৃতায় দেশটির অর্থমন্ত্রী লরেন্স ওয়াং এ ঘোষণা দেন।

আগামী বছরের জানুয়ারি থেকে জিএসটি বেড়ে ৮ শতাংশ হবে। ২০২৪ সালে এটি ৯ শতাংশে উন্নীত করা হবে। বর্তমানে দেশটিতে পণ্য ও পরিষেবায় করহার ৭ শতাংশ। লরেন্স ওয়াং বলেন, সরকার উচ্চ উপার্জনকারীদের আয়কর বৃদ্ধি, আবাসিক সম্পত্তির ওপর কর বৃদ্ধি এবং বিলাসবহুল গাড়ির ওপর উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা করেছে। অতিরিক্ত এ কর দেশের রাজস্ব বাড়াতে সহায়তা করবে এবং একটি ন্যায্য রাজস্ব কাঠামো তৈরিতে অবদান রাখবে।

ভবিষ্যৎ ব্যয়ের জন্য অর্থপ্রবাহ নিশ্চিত করতে রাজস্ব বাড়াতে চাইছে সিঙ্গাপুর। বিশ্লেষকদের অনুমান, ২০৩০ সালের মধ্যে জিএসটি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২০ শতাংশে পৌঁছতে পারে। দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়া দেশগুলোর একটি সিঙ্গাপুর। এ অবস্থায় স্বাস্থ্যসেবায় অতিরিক্ত ব্যয় মোকাবেলায় রাজস্ব বাড়াতে জিএসটিকে বেছে নিয়েছে সরকার।

বণিক বার্তা