চলতি বছরে বৈশ্বিক ক্যামেরা ইমেজেস সেন্সর (সিআইএস) বিক্রি থেকে আয় ৭ শতাংশ সম্প্রসারণ হয়ে দাঁড়াবে ২ হাজার ১৯০ কোটি ডলার। স্মার্টফোন, গাড়ি, শিল্প ও অন্যান্য অ্যাপ্লিকেশনে সিআইএসের চাহিদা বৃদ্ধিতে এ খাতে আয় বাড়বে। কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্যামেরা সাপ্লাই চেইন রিসার্চ প্রতিবেদনে দেখা গেছে, সিআইএস থেকে মোট আয়ের ৭১ দশমিক ৪ শতাংশের প্রতিনিধিত্ব করবে সেলফোন। সিআইএস বিক্রি থেকে আয়ের ৭৭ শতাংশ যাবে তিনটি শীর্ষ ভেন্ডরের ঘরে।

সিআইএসের বিভিন্ন সেগমেন্ট থেকে কেমন আয় আসবে, এ বিষয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের সহযোগী পরিচালক ইথান ক্বি বলেন, সিআইএসের বড় অংশ শেয়ার থাকবে সেলফোন সেগমেন্টের। চলতি বছরে এ সেগমেন্টে আয়ের ৭১ দশমিক ৪ শতাংশ আসবে সেলফোন থেকে। তার পরই অটোমোবাইল ও নজরদারি সেগমেন্টের অংশগ্রহণ থাকবে যথাক্রমে ৮ দশমিক ৬ ও ৫ দশমিক ৬ শতাংশ।

ক্বি আরো বলেন, বৈশ্বিক স্মার্টফোন বিক্রি বৃদ্ধি এবং ইমেজ সেন্সর আরো আপগ্রেড বিশেষত ক্যামেরা রেজল্যুশনে মনোযোগ বৃদ্ধিতে সেলফোন সেগমেন্টের আয় বাড়বে। এছাড়া স্বচালিত গাড়িতে মনোযোগ বৃদ্ধিতেও ভিউ ও সেন্সিং ক্যামেরা যুক্ত হচ্ছে। এতে সামনের দিনগুলোয় গাড়ির সিআইএস বিক্রি থেকে আয় বাড়বে। কভিড-১৯-এর দীর্ঘমেয়াদি প্রভাব হিসেবে শারীরিক দূরত্ব নিউ নরমালে পরিণত হওয়ায় নজরদারি সেগমেন্টে এক অংকের প্রবৃদ্ধিই থাকবে।

বণিক বার্তা