রুশ সামরিক বাহিনীর বোমা হামলায় ইউক্রেনে অন্তত সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় পুলিশ। বৃহস্পতিবার ইউক্রেনের বন্দরনগরী ওডেসার অদূরে পদিলস্ক এবং মারিউপোল শহরে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির কর্মকর্তারা জানান, ওডেসার অদূরে পদিলস্ক শহরে সেনাবাহিনীর একটি ইউনিটে রাশিয়ার বোমা হামলায় ছয় জন নিহত এবং সাত জন আহত হয়েছেন। এই ঘটনায় ১৯ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। দেশটির মারিউপোল শহরে অন্য একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলে রাশিয়ার পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল দেশটির সামরিক বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে আক্রমণকারীদের পাঁচটি বিমান এবং একটি হেলিকপ্টারে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে বলে ইউক্রেনের আর্মি জেনারেল স্টাফের এক বিবৃতিতে জানানো হয়েছিল।

ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার অর্থনৈতিক ভিত্তি এবং এর আধুনিকায়নের সক্ষমতা দুর্বল করার জন্য ‘ব্যাপক’ নিষেধাজ্ঞার একটি প্যাকেজ প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

বণিক বার্তা