আন্তর্জাতিক বাজারে ২০২১ সালে বিক্রিত বিলাসবহুল গাড়ি হিসেবে মার্সিডিজ বেঞ্জকে পেছনে ফেললো জার্মানির বিএমডব্লিউ। বৈশ্বিকভাবে শীর্ষ ব্র্যান্ড হিসেবে বিএমডব্লিউ ২০২১ সালের প্রিমিয়াম গাড়ির ক্ষেত্রে স্বীকৃতি পেয়েছে বলে এক লিংকড-ইন পোস্টে জানিয়েছেন বিএমডব্লিউর হেড অব সেলস পিটার নোতা। ২০২১ এ ডেলিভারি সংখ্যা যাচাই করা হচ্ছে, যদিও পুরো বছরের বিশ্লেষণ এখনো প্রকাশ পায়নি। ডাইমলার এজি ব্র্যান্ডের তুলনায় এটাকে অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। করোনা মহামারিতে বিশ্বব্যাপী সেমিকন্ডাকটর চিপের সংকটে গাড়ি নির্মাতারা আক্রান্ত হলেও বিএমডব্লিউর উৎপাদন কম বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান চিপসংকট থেকে মুক্তি পাওয়ার কথা ভেবেছিলেন তারা গত বছরের তৃতীয় প্রান্তিক শেষে হতাশ হয়েছেন। বিএমডব্লিউর এমন দাবির প্রেক্ষিতে মার্সিডিজ বলছে, গাড়ি উৎপাদন শিল্পে প্রয়োজনীয় উপাদানের গত বছরের প্রথমার্ধ থেকে সংকট থাকায় বাজারে এর প্রভাব পড়েছে। এজন্য বিশ্বব্যাপী চাহিদা পূরণে উৎপাদন বাড়াতে কাজ করবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের এক মুখপাত্র জানিয়েছেন, বিএমডব্লিউ ২০২১ সালের প্রথম ৯ মাসে ১৭ লাখ গাড়ি বিক্রি করেছে। যা প্রতিদ্বন্দ্বী মার্সিডিজ বেঞ্জের থেকে ১ লাখ ১২ হাজার বেশি।
[IMG]http://forex-bangla.com/customavatars/1720233794.jpg[/IMG]