ইউক্রেন হামলার জেরে অনেক দেশ ও প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের সেবা-পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। পুতিনের দেশে সবচেয়ে জনপ্রিয় আমেরিকার আইফোন ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং। এই দুই প্রতিষ্ঠানও রাশিয়াতে তাদের পণ্য বিক্রি বন্ধ করেছে। এ অবস্থায় জনগণের কাছে বিকল্প হাজির করেছে রাশিয়া। দেশটি আইফোনের বিকল্প হিসেবে ‘আইয়া টি ওয়ান’ নামক একটি স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। রাশিয়ার সরকার চাইছে দেশের নাগরিকরা আইফোন ত্যাগ করে আইয়া টি ওয়ান ব্যবহার করুক যা শক্তিশালী এবং নিরাপদ। রাশিয়ার পার্লামেন্ট স্টেট ডুমার প্রতিনিধি মারিয়া বুটিনা সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, আইফোনের চেয়েও শক্তিশালী আইয়া টি ওয়ান স্মার্টফোনটি। আমি আমার পরিচিত বন্ধুদের বলবো, আইফোন ব্যবহার বন্ধ করে একবার*আইয়া টি ওয়ান ব্যবহার করে দেখুন। রাশিয়ান সংস্থা স্মার্টইকো সিস্টেম আইয়া টি ওয়ান তৈরি করেছে। রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা রস্টেক-এর একটি সহযোগী কোম্পানি হল এই স্মার্টইকো সিস্টেম। মূলত রাশিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্মার্টফোনটি বাজারে ছাড়া হয়েছে। এর অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে জোলা। ফোনটি এমনভাবে তৈরি করা হয়েছে যার দ্বারা ডেটা সুরক্ষিত রাখা সম্ভব।