জ্বালানি খাতে ইউরোপের সঙ্গে কঠোর দ্বন্দ্বে জড়িয়ে পড়ার জন্য প্রস্তুত রাশিয়া। সম্প্রতি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপিয়ান কো-অপারেশন বিভাগের পরিচালক নিকোলাই কোব্রিনেটস এমনটা জানান। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেয়া এক সাক্ষাত্কারে এমন হুমকি দেন রুশ এ কর্মকর্তা। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

সাক্ষাত্কালে কোব্রিনেটস বলেন, রাশিয়া একটি বিশ্বস্ত সরবরাহকারী হিসেবে পরিচিত। জ্বালানি নিরাপত্তার জন্য বিশ্বমানের নিশ্চয়তা দেয় দেশটি। আমরা আমাদের এ মূল্যায়নকে গুরুত্ব দিই। তবে যদি পরিস্থিতির আলোকে এ খাতে কোনো ধরনের কঠোর অবস্থান নেয়ার প্রয়োজন হয়, তাহলে সেটিও নিতে প্রস্তুত। আমি বিশ্বাস করি, এ ধরনের দ্বন্দ্বে জড়িয়ে ইউরোপীয় ইউনিয়ন কোনো প্রকার লাভবান অবস্থানে পৌঁছতে পারবে না, কারণ আমাদের একটি বৃহৎ নিরাপত্তা সীমা ও শক্ত অনুভূতি রয়েছে।

১১ মার্চ ইউরোপিয়ান কমিশন ২০২৭ সালের মধ্যে রাশিয়ার জীবাশ্ম জ্বালানি খাতে নিজেদের নির্ভরশীলতা কমিয়ে আনার প্রস্তাব করে। এর প্রতিক্রিয়ায় এমনটা মন্তব্য করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সম্প্রতি ফ্রান্সের ভার্সাইতে রাশিয়ার ওপর অবরোধ আরোপের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে একত্রিত হন ইউরোপীয় দেশগুলোর নেতারা। ইউক্রেনের রুশ সামরিক অভিযানের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরো দৃঢ় ও দেশটির আর্থিক খাতকে দুর্বল করতে এ বৈঠকে মিলিত হন ইউরোপীয় নেতারা। এরই মধ্যে চলতি বছর নাগাদ রাশিয়ার গ্যাসের ওপর থেকে নিজেদের নির্ভরশীলতা দুই-তৃতীয়াংশ কমিয়ে আনার পরিকল্পনা সাজিয়েছে ইউরোপিয়ান কমিশন।

বণিক বার্তা