চলতি বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা পূর্বাভাস কমিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। ইউক্রেনে হামলা চালানোর প্রতিক্রিয়াস্বরূ রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বৈশ্বিক জ্বালানি সরবরাহকে আরো চাপের মুখে ফেলবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

জ্বালানি পণ্যের বাজারবিষয়ক মাসভিত্তিক প্রতিবেদনে আইইএ জানায়, আন্তর্জাতিক জ্বালানি বাজার বর্তমানে ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে। অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ সংকট যেকোনো সময় এক দশকের সর্বোচ্চে পৌঁছনোর আশঙ্কা রয়েছে।

প্যারিসভিত্তিক সংস্থাটি বলছে, জ্বালানি বাজারের জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে তা এখনো বলা যাচ্ছে না। কারণ চলমান সংকটে বাজার পরিস্থিতিতে অব্যাহত পরিবর্তন দেখা দিতে পারে।

রাশিয়া বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেল রফতানিকারক দেশ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এ কারণে বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম।

আইইএ বলছে, রাশিয়ার জ্বালানি বাণিজ্যের ওপর এখনো কোনো প্রত্যক্ষ নিষেধাজ্ঞা দেয়া হয়নি। কিন্তু অন্যান্য নিষেধাজ্ঞার কারণে শীর্ষ জ্বালানি তেল কোম্পানি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, জাহাজীকরণ সংস্থা ও ব্যাংক দেশটির সঙ্গে যেকোনো ধরনের বাণিজ্য থেকে বিরত আছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন দেশটি থেকে জ্বালানি আমদানি বন্ধের ঘোষণা দিয়েছে।

বণিক বার্তা