এক সময় ‘উড়ুক্কু গাড়ি’ চলাচলের বিষয়টি কেবল একটি ধারণা ছিল। এবার সেই ধারণাকে বাস্তবায়নে একজোট হয়েছে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি এবং উড়তে সক্ষম গাড়ি তৈরিতে নিবেদিত প্রতিষ্ঠান স্কাইড্রাইভ। গাড়ির গবেষণা, নির্মাণ এবং বিপণনে প্রতিষ্ঠান দুটির চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা এসেছে বৃহস্পতিবার।
প্রাথমিকভাবে ভারতকে কেন্দ্র করে নতুন বাজার খুলতে প্রতিষ্ঠান দুটি একসঙ্গে কাজ করবে, যেখানে গাড়ির বাজারের প্রায় অর্ধেকই রয়েছে সুজুকির দখলে।--এক যৌথ বিবৃতিতে বলেছে প্রতিষ্ঠান দুটি। সুজুকি বিদ্যুচ্চালিত গাড়ি ও ব্যাটারি নির্মাণে তাদের ভারতের কারখানায় প্রায় ১৩৭ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে রোববার। ভারতীয় মুদ্রায় যেটির মান প্রায় দশ হাজার চারশ কোটি রুপি।
প্রতিষ্ঠান দুটি অবশ্য তাদের চুক্তির বিনিয়োগ,উৎপাদন বা লক্ষ্য রূপরেখার বিষয়ে বিস্তারিত কিছু বলেনি। ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাইড্রাইভের সঙ্গে ট্রেডিং হাউজ ‘ইটোচু কর্পোরেশন’, প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এনইসি কর্পোরেশন’ এবং প্রাকৃতিক জ্বালানী প্রতিষ্ঠান ‘এনেওস হোল্ডিংস ইনকর্পোরেশন’-এর মত জাপানের বড় ব্যবসাপ্রতিষ্ঠান র অংশীদারিত্ব রয়েছে।
স্কাইড্রাইভের ওয়েবসাইট বলছে, ২০২০ সালে প্রতিষ্ঠানটির ‘সিরিজ বি’ তহবিলে সর্বমোট জমা পড়েছিল পাঁচশ’ ১০ কোটি ইয়েন, ডলারের হিসাবে যেটি প্রায় চার কোটি ২০ লাখ ডলার। বর্তমানে স্কাইড্রাইভ একটি সরু দুই সিটের বিদ্যুচ্চালিত ‘উড়ুক্কু গাড়ি’ নির্মাণে কাজ করছে, যেটি পুরোদমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। যৌথ বিবৃতিতে অবশ্য সুজুকির এই গাড়িটি নিয়ে কাজ করার বিষয়টির উল্লেখ নেই। পাশাপাশি, কার্গো ড্রোন নির্মাণ করা এ প্রতিষ্ঠানটির ২০২৫ সালে জাপানের ওসাকা শহরে আয়োজিত ‘ওয়ার্ল্ড এক্সপো’-তে ‘উড়ুক্কু গাড়ি’ সেবা চালু করার লক্ষ্য নিয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে রয়টার্স। সুজুকির এ অংশীদারিত্ব তাদের ব্যবসায় অটোমোবাইল, মোটরসাইকেল এবং আউটবোর্ড মটরস-এর পর ‘উড়ুক্কু গাড়ি’কে চতুর্থ গতিশীল ব্যবসায়িক পণ্য হিসেবে যোগ করবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
[IMG]http://forex-bangla.com/customavatars/1244585909.jpg[/IMG]