রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের জের ধরে পশ্চিমা দেশগুলো ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে রাশিয়ার ওপর। নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলোর মিত্ররাষ্ট্র জাপানও। যুদ্ধের দ্বিতীয় মাসে সম্প্রতি নতুন আরেক নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে এশীয় দেশটি। শিগগিরই রাশিয়ায় বিলাসী গাড়ি রফতানি বন্ধের পরিকল্পনা করছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। খবর কিয়োদো নিউজ।

ইউক্রেনে রুশ হামলার জের ধরে মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার উদ্দেশ্যে এক জোট হয়েছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়ন ও মিত্র রাষ্ট্র জাপান। সম্প্রতি জি৭-এর এক সভায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, রুশ সংস্থা ও ব্যক্তিদের ওপর আরো নতুন নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া রাশিয়ায় বিলাসী গাড়ি রফতানিও বন্ধ করা হবে।

বিলাসী গাড়ির পাশাপাশি রাশিয়ায় অলংকার ও শিল্পকর্ম রফতানিও বন্ধ করার পরিকল্পনা জাপানের। তবে কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত সদস্য দেশগুলোর পরবর্তী ধাপের পরই জাপানের নিষেধাজ্ঞা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ২০২০ সালের সরকারি তথ্য অনুযায়ী, রাশিয়ায় গাড়ি রফতানি করে মোট ৬২ হাজার ৭৮০ কোটি ইয়েন বা ৫২০ কোটি ডলার সমপরিমাণ আয় করেছে জাপান। এর মধ্যে যাত্রীবাহী গাড়ি, বাস ও ট্রাক রফতানি ছিল ৪২ শতাংশ। এ থেকে জাপানের আয় ছিল ২৬ হাজার ৩২০ কোটি ইয়েন। এর মধ্যে নতুন ও ব্যবহূত মোট ১ লাখ ৯০ হাজার যাত্রীবাহী গাড়ি রাশিয়ায় রফতানি করা হয়। সংশ্লিষ্টদের ধারণা, নতুন নিষেধাজ্ঞার আওতায় ব্যবহূত গাড়িগুলোও পড়বে।

বণিক বার্তা