ফরেক্স মার্কেটে আমরা সফলতার জন্যই অনেক কিছু শিখি।কিন্তু এই শিখার কোন সীমাবদ্ধতা নেই।তবে আপনি যদি একটি বিষয় তা প্রক্টিস না করে আবার অন্য বিষয় এ শিখতে যান।তাহলে আপনার এই শেখার কোন মূল থাকবে না।থাউরি শেখা এক ব্যপার আর প্রক্টিস করে সফলতা এক ব্যপার।আমাদের উচিত ফরেক্স মার্কেটে একটি বিষয় শেখার পাশাপাশি প্রাক্টিস করে সফলতা অর্জন করা।আপনি যখন একটি বিষয়ে সফলতা পাবেন।তারপর আরেক টি বিষয় দকতা অর্জন করার চেষ্টা করবেন।এভাবে যদি ফরেক্স মার্কেটে কাজ করেন তাহলে দ্রুত ফরেক্স মার্কেটে সফল হবেন।