দীর্ঘদিন পর সড়কপথে সব ধরনের ভিসা দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত। দুই দেশেই করোনা সংক্রমণ কমে যাওয়ায় কিছু নিয়মেও এসেছে শিথিলতা। গত বুধবার (৩০ মার্চ) থেকে ভ্রমণসহ সব ধরনের ভিসা নিয়ে ভারতে ঢুকতে পারছেন বাংলাদেশিরা। তবে ব্যবহার করতে হচ্ছে শুধু বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর। অন্য রুটগুলো এখনো চালু হয়নি। আকাশপথ চালু আছে আগের মতোই। স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফারমেশন লাগবে না বলেও জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র।
ভারতীয় ভিসা আবেদন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারতে যেতে পারবেন। তাদের নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে রুট যুক্ত করে নিতে হবে। যাদের পাঁচ বছর মেয়াদি ভ্রমণ বা অন্য ভিসা ছিল তারাও এখন ভারতে যেতে পারবেন। দীর্ঘ প্রায় দুই বছর পর সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/871909752.jpg[/IMG]
নতুন রুট যুক্ত করবেন যেভাবে
যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন। এজন্য তাদের ঢাকার ভারতীয় কমিশনের ওয়েবসাইটে ঢুকে একটি ফরম ডাউনলোড করে প্রিন্ট দিয়ে পূরণ করে ভিসা সেন্টারে জমা দিতে হবে। একজন ব্যক্তি দুটি রুট একসঙ্গে সংযোজনের আবেদন করতে পারেন। এই মুহূর্তে শুধু বেনাপোল ও আখাউড়া যুক্ত করা যাচ্ছে। ভিসা সেন্টারের ভিতরে এজন্য ৩০০ টাকা ফি, পাসপোর্ট জমা দিতে হবে। পাঁচ থেকে সাত কর্মদিবসের মধ্যে আপনি পাসপোর্ট ফেরত পাবেন। যে কোনো রুট দিয়ে বৈধ ভিসা থাকলেই তিনি রুট সংযোজন করতে পারবেন।

করোনা নিষেধাজ্ঞা
দুই ডোজ টিকা নেওয়া থাকলে ভারতে ঢুকতে এখন আরটিপিসিআর টেস্ট দরকার হচ্ছে না। তবে করোনা সনদ দেখাতে হবে। কোয়ারেন্টিনেরও প্রয়োজন নেই। একইভাবে ওপার থেকে দেশে ঢুকতেও একই নিয়ম মানা হচ্ছে। তবে যারা আকাশপথে যাবেন তাদের এয়ার সুবিধা অ্যাপে নির্দিষ্ট তথ্য পূরণ করতে হবে যাত্রার আগে।

করোনায় স্থগিত হওয়া ভিসায় যেতে পারবেন কি না
করোনার কারণে স্থগিত হওয়া ভিসায় অবশ্যই এখন যেতে পারবেন। তবে যাদের ভিসার মেয়াদ এখনো আছে। যদি এমন হয়, কারও ভিসার মেয়াদ অক্টোবর ২০২১ পর্যন্ত ছিল অথচ নিষেধাজ্ঞার কারণে যেতে পারেননি, তিনি কিন্তু যেতে পারবেন না। যাদের মূলত পাঁচ বছরের ভিসা আছে এবং ভিসার মেয়াদ এখনো আছে শুধু তারাই যেতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র।

ভ্রমণ ভিসার জন্য যেসব কাগজপত্র লাগবে
ভ্রমণ ভিসার জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ন্যূনতম ছয় মাস। ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে (https://www.ivacbd.com/) ঢুকে ফরম পূরণ করতে হবে। পূরণের পর ফরমটি সাতদিনের মধ্যে জমা দিতে হবে।