দেউলিয়া হওয়ার পথে শ্রীলংকা আসলে আমরা বিশ্বব্যাপী জানি যে শ্রীলংকার অর্থনৈতিক অবস্থা এখন খুবই শোচনীয়।এবং দেশের পরিস্থিতি ও তাদের অনেক খারাপ। এবং এই খারাপ পরিস্থিতিতে তারা আরো খারাপ অবস্থানে চলে যাওয়ার সম্ভাবনা অনুভব করছে সারা বিশ্ব। এবং দেউলিয়া হওয়ার কারণে তাদের দেশের পরিস্থিতি খুব একটা সন্তোষজনক অবস্থানে নেই। রাজাপাকসের উপরেও সাধারন জনগন খুব বেশি খেপে গিয়েছেন এবং তারা আন্দোলন শুরু করে দিয়েছেন।এবং রাজাপাকশেও 144 ধারা জারি করা হয়েছে অর্থাৎ কারফিউ জারি করেছেন কিন্তু সাধারন জনগন এই কারফিউ মানছে না। যার কারণে তারা রাজপথে নেমে পড়েছেন। তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তাদের দেশে দিনে 13 থেকে 14 ঘণ্টার মতো বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং চালের প্রতি কেজি 500 টাকা হয়ে গেছেন এবং এক কাপ চায়ের দাম 100 টাকা পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের উচিত তাদেরকে সহযোগিতা করা। কিন্তু তাদের ঋণের বোঝা এত পরিমান যে অন্যান্য দেশও তাদেরকে ঋণ দিতে ভয় পাচ্ছে। এবং ইন্ডিয়া তাদেরকে কিছুটা সহযোগিতা করেছেন এবং তারা বাংলাদেশের কাছেও আবার ঋণের জন্য আবেদন করেছেন কিন্তু বাংলাদেশ তাদেরকে ঋণ দিতে প্রস্তুত নয় বলে জানিয়ে দিয়েছেন। এমত অবস্থায় রাজাপাকসের বিরুদ্ধে বিভিন্ন বড় বড় ধরনের নেতারাও তার সমালোচনা করতে শুরু করেছে।আসলে সবচাইতে বড় বিষয় হলো তারা যে বিশ্বব্যাপী ঋণ গ্রহণ করেছেন সেই ঋণের যথাযথ ব্যবহার না করার কারণেই তাদের আজকে এই পর্যায়ে এসে পৌঁছাতে হয়েছে। এবং করোনার কারণে তাদের দেশের মূল অর্থ যোগান ব্যবস্থা শেখানেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।অথচ তাদের আয়ের মূল উৎস ছিল টুরিস্ট খাত। সেইখান থেকে তাদের আয়ের এর উৎস করোনার কারণে নেমপ যায় এবং তারা অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এই ক্ষতি পুষিয়ে উঠতে না পারার কারণে তাদেরকে আজকে দেউলিয়া হওয়ার মত একটা পর্যায়ে চলে গিয়েছে।