ফরেক্সে খুব বেশি দিনের অভিজ্ঞতা আমার নাই, তবুও গত তিন/চার বছরে আমার যে সামান্য অভিজ্ঞতা হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি জাস্ট মোটা কথায়। আমার কথাগুলো একদম বিগেনার লেভেলে যারা আছেন তাদের জন্য এবং যারা নিজের সাইকোলজি ঠিক করতে পারছেন না তাদের জন্য কাজ দেবে আশা করি।
সোজা একটা উদাহরণ দিয়ে শুরু করি
ফরেক্সে আমরা যারা নতুন/বিগেনার লেভেলে আছি আমরা শুরুতে প্রায় ৮০% ট্রেডার ডিপোজিট করি ২০-৫০ ডলার যা টাকার হিসেবে দাড়ায় ১৮শ হতে ৫হাজার টাকা পর্যন্ত। কেউ কেউ সর্বোচ্চ ডিপোজিট করি ১০০ (একশত) ডলার যা বাংলা টাকায় যদি হিসেব করলে দাড়ায় সর্বোচ্চ ৯২০০ (নয়হাজার দুইশত) টাকা। তবে আমি ১শ ডলার ডিপোজিটই মনে করলাম এখানে........
এবার হলো ট্রেডের পালা। ট্রেড শুরু হয় খুব সুন্দরভাবে। ভালো লাভ। একশ ডলারের একাউন্টে ৪/৫/১০টা এন্ট্রি। ০.০১ হতে ০.০৫ লটেও এন্ট্রি মারি। প্রতিদিন ৫/১০/১৫/২০ ডলার লাভ হলেও সারাদিন এন্ট্রি নিতে থাকি। ১৫ দিনেই ব্যালেন্স ডাবল বা আরো বেশি! আহ্! কি মজা! ডলার তো ফরেক্সের আকাশে বাতাসে উড়ে!! শুধু ডলার আর ডলার.......!!!!!!! কোনো নিয়ম দরকার নাই, কোনো আর্টিক্যাল/লেখা/বই পড়ারও দরকার নাই। এন্ট্রি নিলেই ডলার চলে আসতেছে..........!!!! আনন্দে আত্মহারা.........
ফলাফলঃ
ক) ১৫ দিনে ডাবল বা আরো বেশি লাভ মানে ফরেক্স শিখ্যা গেছিগা এমন একটা ভাব! ফরেক্স নিয়ে আলোচনা বা শেখার আগ্রহটা থাকেই না তখন
খ) সিনিয়র কেউ যদি কোনো নির্দেশনা দিলে তার কথা তো শুনিই না বরং উল্টো তাকে হেয় ভাবি বিভিন্নভাবে গ্রুপে উচ্ছৃঙ্খল মন্তব্য ঝগড়াটে কথা বার্তা
গ) সবাইকে বলে বেড়াই হেচা তেছা কতোকিছু আহ্ রে বেকুবের দল কি কমু তোমাদের .......................
ঘ) পরের সপ্তাহে আবার এন্ট্রি ওভার ট্রেড ওভার লট সাইজ। এমন ভাব যেনো এ সপ্তাহের মধ্যে বিল গেটস হইয়া যামু মাশাআল্লাহ্ .............! আগে একটু লাভ হলেই কাইটা নিতাম এখন তাও করছি না। মনে হয় যেনো ওয়ার্ল্ডের সেরা ট্রেডার..........
ঙ) এরপরের ঘটনা হলো হলো করুন! ১০০ ডলারের একাউন্ট ১০/১৫দিনে ডাবল। এখন দেখা যায় ব্যালেন্স ২৮৭ ইকুইটি ৫৮। মোবাইল স্ক্রিন লালে লাল.............। ট্রেডারমিয়া এখানেও আরেকটা এন্ট্রি খুঁজে। আগের সর্বোচ্চ এন্ট্রি ০.০৭ এ এবার ০.১৪ তে এন্ট্রি খুঁজে মোবাইল বলে নট এনাফ মানি, এবার ০.০৭ এ তাও নট এনাফ মানি, ০.০১ এ তাও নট এনাফ মানি.........এবার মাথা ব্যথা! সবাইকে ফোন করা শুরু করি! অভিযোগ করতে শুরু করি সিনিয়র কেউ কল ধরে না, ইনবক্সে রিপ্লাইও দেন না এদিকে তার ব্যালেন্স ততক্ষণে ০০।
চ) এবার সব দোষ সিনিয়রদের আর ব্রোকারদের উপর! সিনিয়ররা কল ধরেন না রিপ্লাই দেন না! তখন শুরু করি ওমুক ভালো না তমুক ভালো না! এ ব্রোকারের স্প্রেড বেশি তাড়াতাড়ি টাকা খাই ফেলে! এ ব্রোকার ভালো না সেই ব্রোকার ভালো না..........আহারে বেচারার মনের দুঃখ
ছ) এভাবে জমানো টাকা মোটামুটি শেষ হয়ে যায়! এবার বন্ধু আত্মীয় স্বজনদের কাছ থেকে হাত লোন! তাও এভাবে শেষ!! দেশের টাকা ডলার হয়ে চলে যাচ্ছে অন্য কোনো দেশে! নিজের ক্ষতি দেশেরও ক্ষতি...........হতাশা.....এ টা সময় ফরেক্স বিমুখীতা...........
ভাই এবার দেখুন একটু ভালো করে খেয়াল করুন তো!
বর্তমানে বাংলাদেশের যে সব প্রচলিত ব্যাংক আছে ওখানে যদি আপনি/আমি ১,০০,০০০ (একলক্ষ) টাকার সঞ্চয়পত্র কিনি বা সমপরিমাণ টাকা ফিক্স ডিপোজিট করি তাহলে ব্যাংক সরকারি ভ্যাট/ট্যাক্স কেটে দেয় ৮৩৭ (আটশত সাইত্রিশ) টাকা। আপনি দৈনিক ৫-৩০ ডলার পাওয়ার পরেও অশান্ত অতৃপ্তি! তো লস আপনি করবেন না তো কে করবে বলেন? “অতি লোভে তাতী নষ্ট” এ কথা বারবার সত্য প্রমাণ করেন ঐসব ট্রেডাররা......
সুপারিশ/পরামর্শঃ বিনয়ের সাথে........
ক) মাথা ঠান্ডা রাখুন! এটা তখনই সম্ভব আপনি যখন অন্তত ৭৫% সৎ থাকবেন। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এটা সবসময় মাথায় রাখুন!
খ) ফরেক্স বীজগণিতের সূত্রের মতো কিছু নিয়ম মেনে চলে।
ট্যাকনিক্যাল এনেলাইসিস, ফান্ডামেন্টাল নিউজ, পড়াশোনা এবং সিনিয়রদের সাথে ভ্রাতৃত্ববোধ বজাই রাখা তাহলেই আপনাকে সবাই শেখাবে। মানলাম টাকা দিয়ে পেইড কোর্স করার ক্ষমতা নাই আপনার তাহলে আপনি ভদ্রতা বিনয়ী দিয়ে আদায় করে নিন। সফলতা আসবেই। অন্যের ক্ষতি করা এবং মানইজ্জত নিয়ে টানাটানি করা হতে বিরত থাকুন.......
গ) ফরেক্সে ৮০% হলো আপনার সাইকোলজি/সেন্টিমেন্ট। এটা নিয়ন্ত্রণ করতে শিখুন প্রথম। তারপর বাকিগুলো শেখার চেষ্টা করুন....
ঘ) সবশেষে বলি আপনার দেশের ব্যাংক একলাখ টাকায় আপনাকে দেয় ৮৩৩ টাকা। আপনি ৯হাজার টাকা দিয়ে বিল গেটস হতে চাইলে কি সম্ভব? আপনিই ভেবে দেখুন। এটা ভাবতে পারলে আপনার সাইকোলজি এমনিতেই ঠিক হয়ে আসবে।
ঙ) এবার পরিশেষে একটা হিসাব করি। ২০/৫০/৭০/১০০ ডলার ডিপোজিট আপনার। দিনে যদি ১ ডলার করে পান তাহলে সপ্তাহে হয় ১×৫=৫ ডলার! এ হিসেবে মাসে আসলো ৫×৪=২০ ডলার। ৮২ টাকা করেও যদি হিসেব করি তাহলে দাড়ায় ২০×৮২=১৬৪০ (একহাজার ছয়শত চল্লিশ) টাকা! ভাই ৯ হাজার টাকায় প্রতি মাসে ১৬শ টাকা কি কম? ভাবুন তো একবার........আপনার বিবেক বুদ্ধি দিয়ে ভাবুন!! কেনো লস করবেন? কেনো লস করি?
চ) দৈনিক ১ ডলার লাভ করা কি খুব বেশি কষ্ট? খুব সহজ নয় কি? আপনার ব্যালেন্স কি সুরক্ষিত থাকবে না? আপনি পারবেন তো এভাবে দিনে ১ ডলার নিয়ে সন্তোষ্ট থাকতে? এ ১ ডলারের জন্য কি সারাদিন মোবাইলের দিকে তাকিয়ে থাকতে হবে?
জাস্ট সিম্পল এ প্রশ্নগুলোর উত্তর বের করেন তাহলে আপনার সাইকোলজি বিল্ডআপ হয়ে যাবে আশা করি! সবার জন্য শুভ কামনা সফলতায় থাকুন! আমিন.............