চীনে নতুন জ্বালানির গাড়ি (এনইভি) বিক্রি বেড়েছে। যদিও গত মাসে দেশটিতে সামগ্রিকভাবে যাত্রীবাহী গাড়ি বিক্রি কমে গেছে। সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে উৎপাদন কমে যাওয়ায় বিক্রিও পতন হয়েছে। এনইভি গাড়ির মধ্যে বিদ্যুচ্চালিত, হাইব্রিড ও ফুয়েল সেল বিদ্যুচ্চালিত গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে। খবর সিজিটিএন।

চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) তথ্য অনুসারে, মার্চে ৪ লাখ ৪৫ হাজার ইউনিট এনইভি বিক্রি হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩৭ দশমিক ৬ শতাংশ কম। কাঁচামালের দাম বাড়ার কারণে এনইভি নির্মাতারা মূল্য বাড়িয়ে দেয়ার আগেই গাড়ি কিনতে প্রতিযোগিতায় নেমেছেন ক্রেতারা।

সিপিসিএ জানিয়েছে, চীনের নেতৃস্থানীয় এনইভি প্রস্তুতকারক বিওয়াইডি গত মাসে ১ লাখ ৪ হাজার ৩৩৮ ইউনিট গাড়ি সরবরাহ করেছে। যেখানে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ হাজার ৮১৪ ইউনিট গাড়ি সরবরাহ করেছে। যদিও দেশটির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো মার্চে ২২ লাখ ৪০ হাজার ইউনিট গাড়ি তৈরি করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ কম।

গত মাসে বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে অটোমোবাইলের বিক্রি কমেছে। মার্চে দেশটিতে গাড়ি বিক্রি ১০ দশমিক ৫ শতাংশ কমে ১৫ লাখ ৭০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে।


বণিক বার্তা