রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে পশ্চিমা বিশ্বের বাজারেও। যুদ্ধের ফলে বিশ্ববাজারে কাঠের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় যুক্তরাজ্যে আসবাবের দাম বাড়ছে। খবর দ্য গার্ডিয়ান। ব্রিটিশ ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক সিন হল্ট বলেন, আমরা এর আগে পণ্যের বোর্ড মূল্যের এতটা বৃদ্ধি দেখিনি। কাঠের দাম বাড়ায় যুক্তরাজ্যের উৎপাদন খাতে ব্যাপক চাপ তৈরি হয়েছে। এর প্রভাব এসে পড়বে খুচরা বিক্রেতা ও ভোক্তাদের ওপর। দেশটিতে আসবাবের দাম বেড়েছে ১৭ শতাংশ। যুক্তরাজ্যে এরই মধ্যে মূল্যস্ফীতির হার ৭ শতাংশে পৌঁছেছে, যা তিন দশকের সর্বোচ্চ। ফলে জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে ব্রিটিশদের।

বণিক বার্তা