ইউক্রেনে রাশিয়ার হামলার ৫৩ দিন অতিবাহিত হয়েছে। দীর্ঘ এ যুদ্ধে পাল্টে গেছে বৈশ্বিক রাজনীতির হিসাব-নিকাশ। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রভাব ফেলছে অটো উৎপাদন খাতেও। কমিয়ে দিয়েছে উৎপাদন। সিএনবিসির খবরে বলা হয়েছে, আগামী দুই বছরের অটো উৎপাদন ও বিক্রির পূর্বাভাস বলছে, এ খাতের গ্রাফ নিম্নমুখী হবে। সবচেয়ে বেশি সংকটে পূর্ব ইউরোপের কারখানাগুলো। এছাড়া দাম বৃদ্ধিরও কারণ ঘটাবে। কেননা এরই মধ্যে কাঁচামালে দাম বেড়েছে ব্যাপক।

ইউক্রেনে অবস্থিত কিছু কারখানা রাশিয়ার হামলার মধ্যেও উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করছে। যদিও বিমান হামলা থেকে বাঁচতে কর্মীদের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছিল।

আইএইচএস মারকিট হিসেবে পরিচিত এসঅ্যান্ডপি গ্লোবাল মোবিলিটি গত মার্চে বৈশ্বিক গাড়ি উৎপাদনের এক পূর্বাভাস দেয়। এতে বলা হয়, সংঘাতের কারণে ২০২২ ও ২০২৩ সালে ২৬ লাখ গাড়ি উৎপাদন কমতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে গাড়ি উৎপাদন কমতে পারে ৪০ লাখ।

বণিক বার্তা