ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে দক্ষতা ও আপনার কিছু নিজেস্ব ট্রেডিং কৌশল না থাকলে আপনি কখনো সফল হতে পারবেন না।ফরেক্স মার্কেটে সিগনাল যদি সঠিক ভাবে কাজ করতো তাহলে সকল ফরেক্স ট্রেডাররা সিগনালের উপর নির্ভর করে ট্রেড করতো।তাই সিগনালের উপর নির্ভর করা মানে বোকামি করা।কারন সিগনাল সবসময় সঠিক সংকেত প্রদান করতে পারেনা।তাই সিগনালের উপর নির্ভর করে ট্রেড করা উচিত নয়।