চলতি বছর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্যাবলেট পিসি বিক্রি ১ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়াবে ৫ কোটি ৭২ লাখ ইউনিট। কভিড-১৯ মহামারীর ফলে সৃষ্ট হাইব্রিড শিখন প্রক্রিয়ার বিস্তারে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশ নতুন শিক্ষা প্রকল্প হাতে নিয়েছে। এতে অঞ্চলটিতে ট্যাব বিক্রি বাড়বে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সর্বশেষ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ট্যাবলেট পিসি বিক্রি বছরওয়ারি ১২ দশমিক ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৬৪ লাখ ইউনিট। গত কয়েক বছরের এ প্রবণতাকে সামনে রেখে চলতি বছরেও চাঙ্গা বিক্রির আশা করছেন ট্যাব বিক্রেতারা।

আইডিসির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক জেনিফার কেওয়ান বলেন, ২০২১ সালজুড়ে বিভিন্ন মাত্রার লকডাউনের মধ্য দিয়ে গেছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশ। এতে ই-লার্নিং, হোম এন্টারটেইনমেন্ট ও ঘরে বসে কাজের প্রয়োজনীয়তা বেড়েছে। এতে ট্যাবের চাহিদা লক্ষণীয়ভাবে বেড়েছে।

কেওয়ান আরো বলেন, অনেকেই প্রথমবারের মতো ট্যাব কিনছেন, যাতে এ অঞ্চলে ট্যাব বাজার সম্প্রসারিত হচ্ছে। বেশির ভাগ ট্যাব বিক্রেতা কোম্পানি চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায় ট্যাব বাজারের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি।

বণিক বার্তা