৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নিয়েছেন ইলোন মাস্ক। এ অর্থের উৎস হিসেবে তার মালিকানাধীন টেসলার শেয়ার জামানত হিসেবে রাখার ঘোষণা দিয়েছেন তিনি। মাইক্রোব্লগিং সাইটটি ক্রয়চুক্তির একদিন পরই মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা সংস্থাটির শেয়ারদরে ধস নামে। মঙ্গলবার টেসলার বাজারমূল্য কমেছে ১০ হাজার কোটি ডলারেরও বেশি। ফলে সংস্থাটির প্রধান নির্বাহীর সম্পদেও পতন হয়েছে। একই দিনে ইলোন মাস্কের সম্পদ কমেছে ৩ হাজার কোটি ডলার।

ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে, মঙ্গলবার টেসলার বাজারমূল্য ১২ শতাংশেরও বেশি কমেছে। এতে সংস্থাটির বাজারমূল্য দাঁড়িয়েছে ৯০ হাজার ৬০০ কোটি ডলারে। যেখানে গত বছরের শেষ দিকে লাখ কোটি ডলারের মাইলফলক ছাড়িয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। টেসলার বাজারমূল্য এভাবে কমতে থাকলে ইলোন মাস্ককে ঋণের বাধ্যবাধকতা পূরণে তার কিছু শেয়ার হাতছাড়া করতে হবে। ফলে নিম্নমুখী হবে বিশ্বের শীর্ষ ধনীর সম্পদও।

ইলোন মাস্ক কতটা ঝুঁকি নিতে ইচ্ছুক তা নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ টুইটারের জন্য টেসলার শেয়ার হাতছাড়া করার বিষয়টি বিনিয়োগকারীদের চমকে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দুটি কারণে টেসলার বাজারমূল্য ও ইলোন মাস্কের সম্পদে প্রভাব পড়তে পারে। এ কারণগুলো হলো, টুইটার কেনার জন্য ইলোন মাস্ক বিপুল পরিমাণ অর্থ পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং শঙ্কা রয়েছে যে টেসলার প্রধান নির্বাহী হিসেবে তার ভূমিকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বণিক বার্তা