ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাব বিশ্বের প্রায় সব দেশের অর্থনীতির ওপরই পড়েছে। বাদ পড়েনি জাপানও। যুদ্ধের কারণে বেড়েছে জ্বালানির দাম, যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে ছোট ব্যবসা ও পরিবারগুলোর ওপর। এ অবস্থায় দেশের অর্থনীতির ওপর যুদ্ধের প্রভাব কমাতে বড় প্রণোদনার ঘোষণা দিয়েছে জাপান। চলতি সপ্তাহে ৬ লাখ ২০ হাজার কোটি ইয়েনের (৪ হাজার ৮০০ কোটি ডলার) জরুরি অর্থনৈতিক প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেয়া হয়েছে। খবর কিয়োদো নিউজ।

এ প্যাকেজের মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, স্বল্প আয়ের পরিবারগুলোয় প্রতিটি শিশুর জন্য ৫০ হাজার ইয়েন করে অর্থসহায়তা, জ্বালানি তেলের পাইকারি ব্যবসায়ীদের জন্য ভর্তুকির পরিমাণ বাড়ানো এবং ছোট ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেয়া। পাশাপাশি খামারিরাও এ সহায়তার আওতায় পড়বেন। আগামী জুলাইয়ে হাউজ অব কাউন্সিলর নির্বাচনের আগেই এ প্রণোদনার অর্থ বরাদ্দের কাজ শেষ হবে। দেশটি এখনো কভিড মহামারীর ক্ষয়ক্ষতিই পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে যুদ্ধের কারণে ক্রমবর্ধমান জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম ভোক্তার মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সেজন্যই প্রণোদনার ঘোষণা দিয়েছে সরকার।

এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, খাদ্যের দাম বেড়ে যাওয়া পরিবারগুলোর জন্য বড় সমস্যা সৃষ্টি করেছে। কভিড মহামারীর পর অর্থনীতির যে পুনরুদ্ধার হচ্ছিল তা যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

বণিক বার্তা