আগামী জুনেও বিদ্যমান নীতিতেই অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বাড়াবে ওপেক প্লাস। জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর এ মিত্র জোটের বেশ কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছে। ৫ মে জোটটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে প্রতি মাসে দৈনিক ৪ লাখ ৩২ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি উত্তোলন বাড়ানোর নীতি মেনে চলছে ওপেক প্লাস। কিন্তু সাম্প্রতিক মাসগুলোয় জোটটি অব্যাহতভাবে উত্তোলন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। জোটের বেশ কয়েকটি দেশ এখনো করোনা মহামারীর ধাক্কা সামলে উত্তোলন সক্ষমতা বাড়াতে পারেনি। বিনিয়োগস্বল্পতাও রয়েছে কয়েকটি দেশে। এসব কারণেই লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হচ্ছে না।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে যে সংকট চলছে তা নিরসনে গত বছর থেকেই উত্তোলন বাড়ানোর জন্য ওপেক প্লাসের প্রতি আহ্বান জানায় বাইডেন প্রশাসন। কিন্তু এ আহ্বান প্রত্যাখ্যান করে বিদ্যমান নীতিতেই অটল রয়েছে জোটটি।


বণিক বার্তা