মহামারীর শুরুতে পিসি বিক্রিতে যে চাঙ্গা ভাবের সূচনা হয়েছিল, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তা কমতে শুরু করেছে ছবি: এইচপি
করোনা মহামারীর দুই বছর এবং করোনা-উত্তর চাঙ্গা বিক্রি পেরিয়ে ট্যাবলেট পিসি বিক্রিতে শ্লথগতি দেখা যাচ্ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক ট্যাবলেট পিসি বিক্রি বছরওয়ারি ২ দশমিক ৮ শতাংশ কমে ৩ কোটি ৮৫ লাখ ৯৫ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। ক্যানালিসের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যামাজনের বিক্রি বেড়েছে ৩ দশমিক ৩ শতাংশ। এতে ট্যাব বাজারে অ্যামাজনের হিস্যা ৮ দশমিক ৭ থেকে বেড়ে ৯ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। ফায়ার সিরিজের বিভিন্ন ট্যাবলেটে ডিসকাউন্টের কারণে অ্যামাজনের বিক্রি বেড়েছে।

বিশ্বব্যাপী ট্যাব বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। গত প্রান্তিকে অ্যাপলের ট্যাব বিক্রি হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ইউনিট। ২০২১ সালের প্রথম প্রান্তিকের তুলনায় যা কমেছে ২ শতাংশ। ট্যাব বাজারে অ্যাপলের হিস্যা ছিল ৩৮ দশমিক ৬ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের ট্যাব বিক্রি ১ দশমিক ৭ শতাংশ কমে ৭৮ লাখ ৬০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। এতে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির বাজার হিস্যা দাঁড়িয়েছে ২০ দশমিক ৪ শতাংশ। লেনোভোকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে আসা অ্যামাজনের ট্যাব বিক্রি হয়েছে ৩৫ লাখ ৬৮ হাজার।


বণিক বার্তা